ক্ষমতাপ্রেমীদের মসনদ ভেঙে বঙ্গোপসাগরে ফেলা হবে: চরমোনাই পির

- Update Time : ০৭:৩৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ২১৯ Time View
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির সৈয়দ রেজাউল করীম বলেছেন, দেশের ১২টা বেজে গেছে। এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়, ক্ষমতাপ্রেমীদের মসনদ ভেঙে বঙ্গোপসাগরে ফেলা হবে।
বিদ্যমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয় সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশনারের পদত্যাগ, বিদ্যুৎ গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে সোমবার (২ অক্টোবর) বিকেলে মুন্সিগঞ্জে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা শহরের কৃষিব্যাংক সংলগ্ন সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী।
রেজাউল করিম বলেন, বর্তমান সরকার অবৈধ সরকার, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আবারও সরকার ক্ষমতায় যাবে, এ স্বপ্ন বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না
তিনি বলেন, আমাদের দাবি আগামী নির্বাচন হবে সুষ্ঠু, যে নির্বাচন হবে স্বচ্ছ, যে নির্বাচন হবে প্রশ্নের ঊর্ধ্বে। বিভিন্ন দেশেও একই কথা বলছে। আমেরিকাও বলছে, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ হতে হবে।
ভিসা স্যাংশনস দেশের জন্য লজ্জাজনক উল্লেখ করে চরমোনাই পির বলেন, এভাবে একটি দেশ চলতে পারে না। এর পরিবর্তন দরকার। চোরের দিক থেকে, দুর্নীতিবাজের দিক থেকে এ দেশ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে; এ অবস্থা আমরা আর দেখতে চাই না।
তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণের জন্য এক নীতি আদর্শ দরকার যার নাম ‘ইসলাম’। ইসলামি নীতি-আদর্শের মাধ্যমে সারা বিশ্বে শান্তি আসবে। এ শান্তির পক্ষে আমরা সবাই একত্রিত হবো।
সমাবেশে ইসলামী আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ইউনুস আহমেদসহ জেলা কমিটির নেতারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়