ক্র্যাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

- Update Time : ১২:২৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৫ Time View
এনজেড টেক্স গ্রুপ ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সেগুন বাগিচায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ক্র্যাব মির্জা মেহেদী তমাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্র্যাব সাধারণ সম্পাদক এমএম বাদশাহ।
এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে ক্র্যাবের উদ্যোগে কুরআন তিলাওয়াত, হামদ, নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্র্যাব সদস্যদের সন্তানদের মধ্যে গত ১৮ মার্চ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২০ জন অংশ নেন।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতের ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান, গণ অধিকার পরিষদের নূরুল হক নূর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক, গণমাধ্যম ও তথ্য) গোকুল ভি কে, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিকুর রহমান, পুলিশ দপ্তরের তথ্য অফিসার একেএম কামরুল আহছান, বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম, ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ক্র্যাবের সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহম্মেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতের ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান, গণ অধিকার পরিষদের নূরুল হক নূর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সভাপতি আবু সালেহ আকন, ভারতীয় হাইকমিশনের ফাষ্ট সেক্রেটারি (রাজনৈতিক, গণমাধ্যম ও তথ্য) গোকুল ভি. কে প্রমূখ, পুলিশ সদর দপ্তরের এআইজি( মিডিয়া) ইনামূল হক সাগর, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্ণেল আশিকুর রহমান, পুলিশ দপ্তরের তথ্য অফিসার এ কে এম কামরুল আহছান, বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম, ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্যে বিএনপির মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ক্র্যাব প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে শুনে খুব ভালো লাগছে। জাতীয় প্রয়োজনে ক্র্যাব সদস্য সাংবাদিকরা অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জামায়াতের ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতীয় ঐক্যর লক্ষ্যে দল মত নির্বিশেষে সাংবাদিক সমাজের ভূমিকা অপরিসীম।
ক্রাইম রিপোর্টারদের সব সময় ঝুকি নিয়ে কাজ করতে হয় উল্লেখ করে তিনি বলেন, যেকোন প্রয়োজনে দেশের স্বার্থে ক্র্যাব ডাকলে তিনি সাড়া দিতে প্রস্তুত রয়েছেন।
এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ক্র্যাবের সদস্যদের বিগত জুলাই আন্দোলনের সময়কার ত্যাগের কথা তুলে ধরেন।
নূরুল হক নূর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় ক্র্যাবের প্রতি কৃতজ্ঞতা জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়