ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে জিতলো আল নাসের

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৬:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৪১ Time View

সৌদি আরবের প্রিমিয়ার লিগে গোল করেই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার রাতেও গোল করলেন। তার শেষ দিকের গোলের ওপর ভর করে আল তায়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর।

সে সঙ্গে লিগে টানা ৬ষ্ঠ ম্যাচ জিতলো আল নাসর। আট ম্যাচে ৬ জয় এবং ২ হারে আল নাসর রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। ২০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

সৌদি আরবের হাইল-এ প্রিন্স আবদুল আজিজ বিন মুসাইদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েছিল আল নাসরই। ৩২ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে নাসরকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা।

১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রোনালদোর ক্লাব। ৭৯ মিনিটে সমতা ফেরায় আল তায়ে। গোল করেন ভির্গিল মিসিদইয়ান। তবে, আবার লিড নিতে বেশি সময় নেয়নি আল নাসর। ৫ মিনিট পরই, ৮৪তম মিনিটে বক্সের ভেতরে রোনালদোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সেই পেনাল্টি থেকেই জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা। সাত ম্যাচ খেলে রোনালদোর এটি দশম গোল।

Please Share This Post in Your Social Media

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে জিতলো আল নাসের

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৬:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

সৌদি আরবের প্রিমিয়ার লিগে গোল করেই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার রাতেও গোল করলেন। তার শেষ দিকের গোলের ওপর ভর করে আল তায়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর।

সে সঙ্গে লিগে টানা ৬ষ্ঠ ম্যাচ জিতলো আল নাসর। আট ম্যাচে ৬ জয় এবং ২ হারে আল নাসর রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। ২০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

সৌদি আরবের হাইল-এ প্রিন্স আবদুল আজিজ বিন মুসাইদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েছিল আল নাসরই। ৩২ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে নাসরকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা।

১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রোনালদোর ক্লাব। ৭৯ মিনিটে সমতা ফেরায় আল তায়ে। গোল করেন ভির্গিল মিসিদইয়ান। তবে, আবার লিড নিতে বেশি সময় নেয়নি আল নাসর। ৫ মিনিট পরই, ৮৪তম মিনিটে বক্সের ভেতরে রোনালদোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সেই পেনাল্টি থেকেই জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা। সাত ম্যাচ খেলে রোনালদোর এটি দশম গোল।