ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৩:৩০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ৫৯২ Time View

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী নয় তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি তারা কোনোভাবেই বন্ধ করবে না।

শনিবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘আমরা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করব না। কোনো রাষ্ট্রই নিজেকে নিরস্ত্র করে না। যুদ্ধেও যা অর্জন সম্ভব নয়,তা আলোচনায়ও সম্ভব নয়।’

যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ‘অগ্রহণযোগ্য ও অসম্ভব শর্ত’ দিয়েছে জানিয়ে আরাঘচি বলেন, ‘আমরা আমাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে আলোচনায় প্রস্তুত, তবে তা হবে পরোক্ষভাবে।’

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে যে কোনো আগ্রাসী পদক্ষেপের পরিণতি ভয়াবহ হবে।’ সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধ থেকে তেহরান গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি ইরানের ইসফাহান, নাতাঞ্জ ও ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

আরাঘচির দাবি, এসব স্থাপনার ধ্বংসস্তূপের নিচেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে এবং প্রযুক্তি এখনও অক্ষত আছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি জানান, এখনও ইরানের হাতে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হওয়ার দাবি করলেও আইএইএ বলছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতেই এখনও সংরক্ষিত রয়েছে অধিকাংশ ইউরেনিয়াম।

Please Share This Post in Your Social Media

কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৩:৩০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী নয় তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি তারা কোনোভাবেই বন্ধ করবে না।

শনিবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘আমরা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করব না। কোনো রাষ্ট্রই নিজেকে নিরস্ত্র করে না। যুদ্ধেও যা অর্জন সম্ভব নয়,তা আলোচনায়ও সম্ভব নয়।’

যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ‘অগ্রহণযোগ্য ও অসম্ভব শর্ত’ দিয়েছে জানিয়ে আরাঘচি বলেন, ‘আমরা আমাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে আলোচনায় প্রস্তুত, তবে তা হবে পরোক্ষভাবে।’

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে যে কোনো আগ্রাসী পদক্ষেপের পরিণতি ভয়াবহ হবে।’ সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধ থেকে তেহরান গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি ইরানের ইসফাহান, নাতাঞ্জ ও ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

আরাঘচির দাবি, এসব স্থাপনার ধ্বংসস্তূপের নিচেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে এবং প্রযুক্তি এখনও অক্ষত আছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি জানান, এখনও ইরানের হাতে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হওয়ার দাবি করলেও আইএইএ বলছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতেই এখনও সংরক্ষিত রয়েছে অধিকাংশ ইউরেনিয়াম।