ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাকৃবিতে নারী হয়ে নিজের সহপাঠীর অপ্রীতিকর ছবি সিনিয়র ভাইকে পাঠানোর অভিযোগ ‘লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে’ তিন বিচারপতিকে শোকজের তথ্য সত্য নয়: সুপ্রিম কোর্ট ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন গণপূর্তে একটি অনিয়ম ঢাকতে আরেকটি অনিয়ম এনা পরিবহনের ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় নতুন মোড় মসজিদের খতিব ‘অপহরণে’ পুলিশের তদন্তে যা এলো সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে কঠোর কর্মসূচীর হুমকি সাংবাদিকদের রায় ছিঁড়ে ক্ষমতার দাপট দেখানো সেই জেলা জজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

কোটা বাতিল করে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির দাবি

জাতীয় ডেস্ক
  • Update Time : ০৯:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৫৯৬ Time View

২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তথা স্কুলে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি জানিয়েছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের পোষ্য কোটাসহ সবধরনের কোটা বাতিলেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া বলেন, লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হলে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এতে ভর্তি কোচিংয়ের বাড়াবাড়ি বন্ধ হবে এবং কোমলমতি শিক্ষার্থীরা অযথা মানসিক চাপ থেকে মুক্তি পাবে।

নেতৃদ্বয় আরও বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে পুনরায় ভর্তি প্রথা চালু করা হলে কোচিং বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। অভিভাবকরা অসম প্রতিযোগিতার মধ্যে পড়বেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

অভিভাবক ঐক্য ফোরামের নেতারা বলেন, ভর্তি নীতিমালা থেকে সবধরনের কোটা বাতিল করলে শিক্ষা মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে থাকবে। ভর্তি প্রক্রিয়ায় বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে।

বিবৃতিতে তারা শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি ধার্য না করারও দাবি জানান।

Please Share This Post in Your Social Media

কোটা বাতিল করে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির দাবি

জাতীয় ডেস্ক
Update Time : ০৯:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তথা স্কুলে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি জানিয়েছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের পোষ্য কোটাসহ সবধরনের কোটা বাতিলেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া বলেন, লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হলে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এতে ভর্তি কোচিংয়ের বাড়াবাড়ি বন্ধ হবে এবং কোমলমতি শিক্ষার্থীরা অযথা মানসিক চাপ থেকে মুক্তি পাবে।

নেতৃদ্বয় আরও বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে পুনরায় ভর্তি প্রথা চালু করা হলে কোচিং বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। অভিভাবকরা অসম প্রতিযোগিতার মধ্যে পড়বেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

অভিভাবক ঐক্য ফোরামের নেতারা বলেন, ভর্তি নীতিমালা থেকে সবধরনের কোটা বাতিল করলে শিক্ষা মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে থাকবে। ভর্তি প্রক্রিয়ায় বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি অনেকাংশে কমে আসবে।

বিবৃতিতে তারা শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি ধার্য না করারও দাবি জানান।