কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ

- Update Time : ০৫:৫৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ১০৬ Time View
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ৮ মে কেরানীগঞ্জের কাকালিয়া, শাক্তা এলাকায় অবৈধ ব্যাটারী কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে আব্দুস সালাম চেয়ারম্যান রোডে অবস্থিত সাগর ব্যাটারী হাউজ ও ইয়েসপা মেটাল নামক ২টি অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা করা হয়। কারখানা দুটির সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পৃথক ২টি মামলা দায়ের করা হয়।
দেখা যায়, একটি রাস্তা দস্তা কারখানার বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে। উক্ত বর্জ্য ৭ দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। এতে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল অভিযানে সহযোগিতা প্রদান করে।
এছাড়া, বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুযায়ী, ঢাকার বাংলামটর ও যাত্রাবাড়ীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২টি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী, ঢাকার ইস্কাটন ও ধামরাই এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৩টি মামলায় মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে টেকনিক্যাল এলাকায় ১টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১০টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়