দৈনিক নওরোজে সংবাদ প্রকাশের পর
কৃষি জমিতে বালু ভরাট: পূবাইলে ৪ ব্যক্তির ২ লাখ টাকা জরিমানা
- Update Time : ০৩:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১১৬৭ Time View
গাজীপুরের পূবাইলে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে চার ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত রোববার সন্ধ্যায় পূবাইল থানার বিন্দান ও কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন গাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিছ।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে বিন্দান এলাকার শামীমসহ তিনজনকে শনাক্ত করা হয়েছে।
প্রশাসন জানায়, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিন্দান এলাকায় কসমো কোম্পানি নামের একটি অনিবন্ধিত আবাসন প্রকল্পের কৃষি জমিতে অনুমোদনবিহীনভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছিল। দৈনিক নওরোজ পত্রিকায় ‘পূবাইলে কৃষি জমি ভরাটের মহোৎসব’ শিরোনামে সংবাদ প্রকাশের পরই প্রশাসন তৎপর হয়।
ভ্রাম্যমান আদালতের পরিচালক মঈন খান এলিছ বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা বিন্দান এলাকায় কৃষি জমিতে বালু ভরাট এবং কাজীপাড়া এলাকায় পুকুর ভরাটের সত্যতা পাই। এ অভিযানে বালু ভরাটের সরঞ্জাম জব্দ ও নষ্ট করা হয়েছে।”
তিনি আরও জানান, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় চার ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে পূবাইলের বিভিন্ন স্থানে কৃষি জমিতে বালু ভরাট করে আবাসন ব্যবসা চালিয়ে আসছে। এলাকাবাসীর অভিযোগ, কিছু স্থানীয় নেতার সংশ্লিষ্টতায় এই অবৈধ কার্যক্রম চলছে।
গত ১৯ অক্টোবর দৈনিক নওরোজ পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। এই জরিমানা কৃষি জমি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা।

































































































































































































