কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান
কুষ্টিয়ায় ডাকাতি মামলায় ৯ জন গ্রেফতার, রহস্য উদঘাটন

- Update Time : ০৫:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ৩৩৪ Time View
কুষ্টিয়া জেলা গোয়েন্দা”ডিবি” পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের ৯ আসামী গ্রেফতার।
ডিবি পুলিশের দেওয়া তথ্য সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মনজুরা খাতুন দীর্ঘ দিন যাবত মিজানুর রহমানের বাড়িতে রান্না,বান্না সহ বাড়ির কাজ করতেন এবং তিনি ওই বাড়িতেই থাকতেন।
এর মাঝে মনজুরা খাতুনের ছেলে মিজানুর রহমানের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করে নেয়। তারপর বাড়িওয়ালা মিজানুর রহমান তাকে বাড়ি থেকে বের করে দেয়।
তারই জের ধরে এই ডাকাতির পরিকল্পনা করেন তারা। ডাকাতির পূর্বে কৌশলে বাড়ীর লোকজনদেরকে খাবারের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিলো তারা। তারপর একে একে মালামাল, সোনা,গহনা,টাকা লুট করে নেয় তারা।
গ্রেফতারের পর আসামী মোঃ রাকিবুল হাসান স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীদের স্বীকারক্তি ও দেখানো মতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুন্ঠিত টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।
উল্লেখিত ঘটনা বিষয়ে অফিসার অফিসার ইনচার্জ কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা,মোঃমাহফুজুল হক চৌধুরী পিপিএম এর কাছে জানতে চাওয়া হলে,তিনি বলেন,আমাদের কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্যার এর নির্দেশনা ও বিশেষ তত্ত্বাবধানে উল্লেখিত ঘটনার সাথে জড়িত ৯ জনকে ধৃত করা হয়েছে।
অপরাধী যেই হোক,কোনো ছাড় দেওয়া হবেনা,ডাকাতি চক্র যত বড়ই শক্তিশালী হোক-না-কেনো এদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে।এছাড়াও ডাকাতির কাজে অন্যান্য সহযোগী পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়