কুমিল্লায় ৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল, আটক ১২
কুমিল্লা প্রতিনিধি
- Update Time :
০৮:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- /
১৫৩
Time View
কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের ৪০ সেকেন্ডের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করায় ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।আটক ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের শুক্রবার (৩১ অক্টোবর) আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাইনি। পরে অভিযান পরিচালনা করে তাদের আটক করেছি।
আটকরা কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন- আকরাম হোসেন রকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০ ), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান প্রকাশ বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।পুলিশ জানায়, বৈষম্যবিরোধী মামলার ঘটনায় জড়িত পলাতক ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গত ৩০ অক্টোবর সকালে দুইটি সিএনজি অটোরিকশায় করে নগরীর ঈদগাহ মাঠের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড গলিতে ও পার্কের সামনে আসে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে। সেই মিছিলের ভিডিও অনলাইনে আপলোড করে। পরে অটোরিকশায় পালিয়ে যায়। এ মিছিল সংশ্লিষ্ট ১২ জনকে আটক করা হয়।
Please Share This Post in Your Social Media