কুমিল্লায় পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
- Update Time : ০২:১৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
 - / ১৩৯ Time View
 
কুমিল্লার মুরাদনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার ১১ দিন পর রাজধানীর কেরানীগঞ্জ থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাকিব ওরফে বাবু (২০)-কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা জানায়, গত ২৩ অক্টোবর ২০২৫ ইং সকাল সাড়ে ৬ টার দিকে মুরাদনগর থানার ছালিয়াকান্দি গ্রামের সৈয়দ বাড়িতে এ ঘটনাটি ঘটে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় এক জনের নাম উল্লেখ করে শিশু ধর্ষণ মামলা দায়ের করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পরে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় ৩ নভেম্বর বিকেলে র্যাব-১১ (সিপিসি-২) ও র্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি সাকিব ওরফে বাবু (২০), পিতা মোঃ রমিজ মিয়া, সাং ছালিয়াকান্দি, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা-কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি ও ভিকটিম একই বাড়ির বাসিন্দা। ঘটনার দিন সকালে শিশুটি নানিকে খুঁজতে ঘর থেকে বের হয়। এসময় আসামি কদবেল দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের এক বাড়ির রান্নাঘরে নিয়ে যায় এবং সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।
ভিকটিম কান্নাকাটি করলে ও নানি ডাকাডাকি শুরু করলে আসামি শিশুটিকে নিয়ে বাইরে আসে। পরে শিশুটি ঘটনাটি তার মাকে জানালে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুরাদনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব-১১।
Please Share This Post in Your Social Media
- 
                                        সর্বশেষ
 - 
                                        জনপ্রিয়
 
					
																			
































































































































































































