ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া প্রত্যেককে দেওয়া হচ্ছে ৫ হাজার টাকা মিরপুরে আগুনে ১৬ জনের লাশ উদ্ধার, তল্লাশি চলছে সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে একমাত্র শেয়ারধারী পরিচালকের পদত্যাগ ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান বাংলাদেশ ও বিএনপি : আগামী নির্বাচনে সম্ভাবনার দিগন্ত প্রধান বিচারপতির সঙ্গে সুইডেন ও নরওয়ের ৯ তরুণ রাজনীতিবিদের সাক্ষাৎ নভেম্বরে গণভোট চায় জামায়াত লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার – মঈন খাঁন রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত: কাবুল

কুবির ৪৬ শিক্ষার্থী পেলেন এনএসটি ফেলোশিপ

কুবি প্রতিনিধি
  • Update Time : ১২:০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৪ Time View

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২৪-২৫’ (এনএসটি) পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪৬ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়।

ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুই ক্যাটাগরিতে কুবির শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৮ জন শিক্ষার্থী এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটেগরির ৮ জন শিক্ষার্থীই ফার্মেসি বিভাগের। অপরদিকে ভৌতবিজ্ঞান ক্যাটেগরির ৩৮ জন শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিভাগের ১৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ১৪ জন, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৫ জন এবং গণিত বিভাগের আছেন ৩ জন।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘এটা খুবই আনন্দের একটা ব্যাপার। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার প্রতি আরও আগ্রহী হবে এবং সামনের দিনে আরও ভালো করবে।’

উল্লেখ্য, ফেলোশিপপ্রাপ্ত ৪৬ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার টাকা পাবেন।

প্রসঙ্গত, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

কুবির ৪৬ শিক্ষার্থী পেলেন এনএসটি ফেলোশিপ

কুবি প্রতিনিধি
Update Time : ১২:০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২৪-২৫’ (এনএসটি) পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪৬ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়।

ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুই ক্যাটাগরিতে কুবির শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৮ জন শিক্ষার্থী এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটেগরির ৮ জন শিক্ষার্থীই ফার্মেসি বিভাগের। অপরদিকে ভৌতবিজ্ঞান ক্যাটেগরির ৩৮ জন শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিভাগের ১৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ১৪ জন, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৫ জন এবং গণিত বিভাগের আছেন ৩ জন।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘এটা খুবই আনন্দের একটা ব্যাপার। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার প্রতি আরও আগ্রহী হবে এবং সামনের দিনে আরও ভালো করবে।’

উল্লেখ্য, ফেলোশিপপ্রাপ্ত ৪৬ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার টাকা পাবেন।

প্রসঙ্গত, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হয়।