ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: গণ অধিকার পরিষদ কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হবে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

কুবির ৪৬ শিক্ষার্থী পেলেন এনএসটি ফেলোশিপ

কুবি প্রতিনিধি
  • Update Time : ১২:০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৪ Time View

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২৪-২৫’ (এনএসটি) পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪৬ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়।

ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুই ক্যাটাগরিতে কুবির শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৮ জন শিক্ষার্থী এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটেগরির ৮ জন শিক্ষার্থীই ফার্মেসি বিভাগের। অপরদিকে ভৌতবিজ্ঞান ক্যাটেগরির ৩৮ জন শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিভাগের ১৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ১৪ জন, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৫ জন এবং গণিত বিভাগের আছেন ৩ জন।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘এটা খুবই আনন্দের একটা ব্যাপার। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার প্রতি আরও আগ্রহী হবে এবং সামনের দিনে আরও ভালো করবে।’

উল্লেখ্য, ফেলোশিপপ্রাপ্ত ৪৬ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার টাকা পাবেন।

প্রসঙ্গত, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

কুবির ৪৬ শিক্ষার্থী পেলেন এনএসটি ফেলোশিপ

কুবি প্রতিনিধি
Update Time : ১২:০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২৪-২৫’ (এনএসটি) পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪৬ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়।

ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুই ক্যাটাগরিতে কুবির শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৮ জন শিক্ষার্থী এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটেগরির ৮ জন শিক্ষার্থীই ফার্মেসি বিভাগের। অপরদিকে ভৌতবিজ্ঞান ক্যাটেগরির ৩৮ জন শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিভাগের ১৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ১৪ জন, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৫ জন এবং গণিত বিভাগের আছেন ৩ জন।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘এটা খুবই আনন্দের একটা ব্যাপার। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার প্রতি আরও আগ্রহী হবে এবং সামনের দিনে আরও ভালো করবে।’

উল্লেখ্য, ফেলোশিপপ্রাপ্ত ৪৬ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার টাকা পাবেন।

প্রসঙ্গত, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হয়।