কুবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে সেরা হলেন যারা

- Update Time : ১১:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / ২২৫ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–এ রসায়ন বিভাগকে ১৩৮ রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ।
মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুপুর সাড়ে ১২টার দিকে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছে আইন বিভাগের হৃদয় আহমেদ ও ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন আইন বিভাগের আবু নূরে মুস্তাক। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক আইন বিভাগের শাকিল মির্জা এবং সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন বাংলা বিভাগের আকরাম মিয়া।
এ ব্যাপারে ম্যান অব দ্য ফাইনাল আবু নূরে মোস্তাক বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ। এরকম একটা টুর্নামেন্টের ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ এওয়ার্ড পেয়ে সত্যিই গর্বিত। এর থেকে বড় খুশির খবর হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, যেটা আমাদের সকলেরই চাওয়া ছিল। আমি আমার বিভাগ, শিক্ষক ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। আমার আজকের এই সাফল্য তাদের উৎসাহের জন্যই।’
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হৃদয় আহমেদ বলেন, ‘এই টুর্নামেন্টে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হওয়াটা নিঃসন্দেহে আমার জন্য দারুণ অভিজ্ঞতা। ব্যক্তিগতভাবে ভালো পারফরম্যান্স করতে পারাটা অবশ্যই আনন্দের, তবে সবচেয়ে বড় বিষয় হলো দলকে চ্যাম্পিয়ন করতে পারা। এটা সম্ভব হয়েছে আমাদের টিমের সম্মিলিত প্রচেষ্টায়। আমি কৃতজ্ঞ আমার সতীর্থদের প্রতি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করেছে। ভবিষ্যতেও নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরার চেষ্টা করবো, যেন দলকে আরও সাফল্য এনে দিতে পারি।’
সর্বোচ্চ রান সংগ্রাহক শাকিল মির্জা বলেন,’এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করে দলকে চ্যাম্পিয়ন করতে পারাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট, তবে দলগত সাফল্যই সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এমন পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করবো।’
সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আকরাম মিয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ, টুর্নামেন্টে বেস্ট বোলার নির্বাচিত হওয়াটা আমার জন্য অনেক বড় এক প্রাপ্তি। যদিও আমার টিম সেমিফাইনালেই বিদায় নিয়েছে এবং আমি ফাইনাল খেলতে পারিনি, তারপরও ব্যক্তিগত এই স্বীকৃতি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।’
উল্লেখ্য, গত ৭ মে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতাটি শুরু হয়েছিলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়