ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুবিতে পাটাতনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
  • Update Time : ০৯:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ৫৩ Time View

বিশ্ববিদ্যালয় (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহর সঞ্চালনায় ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতারে মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত। এছাড়া আরও উপস্থিত ছিলে পাটাতনের সাধারণ সম্পাদক সহ সংগঠনের বিভিন্ন সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ক্লাবের সদস্যরা৷

আলোচনা সভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলে না, তাদের সমাজ ও মানুষের প্রতি কিছু দায়বদ্ধতাও রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই ‘পাটাতন’ নানান কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া জেনেছি, তারা এখন থেকে বুদ্ধিভিত্তিক কার্যক্রমও আয়োজন করবে। আজকের এই ইফতার আয়োজনের মাধ্যমে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে। এত সুন্দর আয়োজনের জন্য ‘পাটাতন’-কে ধন্যবাদ।’

পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহ বলেন‚ ‘আজকের এই ইফতার বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা এসেছেন এটি খুবই ভালো ব্যাপার। এর মাধ্যমে আমাদের আন্তসম্পর্ক বৃদ্ধি, সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে ও আগামীদিনের কার্যক্রমে শক্তি যোগাবে বলে বিশ্বাস করি। তাছাড়া সবার অংশগ্রহণ ও সহযোগিতামূলক মনোভাবের ফলে ক্যাম্পাসে বুদ্ধিবৃত্তিক চর্চা ও নানামুখী সৃষ্টিশীল কাজ অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থীর যে বুদ্ধিবৃত্তিক চর্চাও জরুরি, নিজের জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে ক্যাম্পাসের নানা ইস্যুতে যে ইতিবাচক ভুমিকা রাখবে এটিই আমাদের উদ্দেশ্য।’

Please Share This Post in Your Social Media

কুবিতে পাটাতনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
Update Time : ০৯:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

বিশ্ববিদ্যালয় (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহর সঞ্চালনায় ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতারে মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত। এছাড়া আরও উপস্থিত ছিলে পাটাতনের সাধারণ সম্পাদক সহ সংগঠনের বিভিন্ন সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ক্লাবের সদস্যরা৷

আলোচনা সভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলে না, তাদের সমাজ ও মানুষের প্রতি কিছু দায়বদ্ধতাও রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই ‘পাটাতন’ নানান কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া জেনেছি, তারা এখন থেকে বুদ্ধিভিত্তিক কার্যক্রমও আয়োজন করবে। আজকের এই ইফতার আয়োজনের মাধ্যমে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে। এত সুন্দর আয়োজনের জন্য ‘পাটাতন’-কে ধন্যবাদ।’

পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহ বলেন‚ ‘আজকের এই ইফতার বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা এসেছেন এটি খুবই ভালো ব্যাপার। এর মাধ্যমে আমাদের আন্তসম্পর্ক বৃদ্ধি, সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে ও আগামীদিনের কার্যক্রমে শক্তি যোগাবে বলে বিশ্বাস করি। তাছাড়া সবার অংশগ্রহণ ও সহযোগিতামূলক মনোভাবের ফলে ক্যাম্পাসে বুদ্ধিবৃত্তিক চর্চা ও নানামুখী সৃষ্টিশীল কাজ অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থীর যে বুদ্ধিবৃত্তিক চর্চাও জরুরি, নিজের জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে ক্যাম্পাসের নানা ইস্যুতে যে ইতিবাচক ভুমিকা রাখবে এটিই আমাদের উদ্দেশ্য।’