ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নেসকোতে প্রকৌশলী রোকনের গ্রেপ্তারের দাবিতে লংমার্চ ঘোষণা মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে হাত বেঁধে-মুখ ঢেকে নৌকায় চাপিয়ে জোর করে সাগরে ফেলা হয়

কুবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

কুবি প্রতিনিধি
  • Update Time : ১২:১৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ১৮০ Time View

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে শিক্ষার্থীদের একাংশ।

বুধবার (১৬ জুলাই) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচী পালন করা হয়।

শুরুতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মোঃ পাবেল রানা বলেন, ‘জুলাই শহীদ দিবস কেবল একটি স্মরণ নয়, এটি একটি প্রতিজ্ঞা। আমরা শপথ করছি—শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গড়বো সুবিচারভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ।’

আরেক সমন্বয়ক মোঃ এমরান বলেন, ‘১৬ জুলাই আমাদের ইতিহাসে এক শোকাবহ দিন। এই দিনে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম সহ যারা শহীদ হয়েছিল, তাঁদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগই আমাদের প্রেরণা, তাঁদের রক্তের বিনিময়েই আমরা পেয়েছি এই স্বতন্ত্র পরিচয়, এই স্বাধীন পথচলা। আমরা দেখেছি পতিত স্বৈরাচারী বাহিনী ও স্বৈরাচারের দোষরা কীভাবে আমাদের ভাইদের নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের যথার্থ বিচার চাই।’

Please Share This Post in Your Social Media

কুবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

কুবি প্রতিনিধি
Update Time : ১২:১৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে শিক্ষার্থীদের একাংশ।

বুধবার (১৬ জুলাই) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচী পালন করা হয়।

শুরুতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মোঃ পাবেল রানা বলেন, ‘জুলাই শহীদ দিবস কেবল একটি স্মরণ নয়, এটি একটি প্রতিজ্ঞা। আমরা শপথ করছি—শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গড়বো সুবিচারভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ।’

আরেক সমন্বয়ক মোঃ এমরান বলেন, ‘১৬ জুলাই আমাদের ইতিহাসে এক শোকাবহ দিন। এই দিনে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম সহ যারা শহীদ হয়েছিল, তাঁদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগই আমাদের প্রেরণা, তাঁদের রক্তের বিনিময়েই আমরা পেয়েছি এই স্বতন্ত্র পরিচয়, এই স্বাধীন পথচলা। আমরা দেখেছি পতিত স্বৈরাচারী বাহিনী ও স্বৈরাচারের দোষরা কীভাবে আমাদের ভাইদের নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের যথার্থ বিচার চাই।’