ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিনা শর্তে মাফ চাইলাম, তারপরও বাকি থাকল কোনটা বুঝি না: জামায়াত আমির লালবাগে রিয়াজ উদ্দিন মনির সমর্থনে র‍্যালি রায় ছিঁড়ে পছন্দের বিচারকের কাছে পুন: বিচারের জন্য পাঠালেন শরীয়তপুরের জেলা জজ জাতীয় নিরাপদ সড়ক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও র‍্যালি ব্যর্থ প্রশাসনের প্রতীক স্বরাষ্ট্র উপদেষ্টা : ব্যারিস্টার ফুয়াদ ভেঙে ফেলা হচ্ছে ‘মিনিস্টার বাড়ি’ সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ তিন দফা দাবিতে ৯ম দিনের অনশন, অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক পিআর নিয়ে নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না: জামায়াত

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল ম্যাচে মারামারির ঘটনায় ম্যাচ স্থগিত

কুবি প্রতিনিধি
  • Update Time : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ৬৮১ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মার্কেটিং ও প্রত্নতত্ত্ব বিভাগের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় এ ঘটনা ঘটে।

 

সেমিফাইনালে জায়গা করে নিতে বাঁচা-মরার লড়াইয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে মাঠে নামে মার্কেটিং ও প্রত্নতত্ত্ব বিভাগ। খেলার শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছিল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে রেফারি ও ক্রীড়া কমিটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে খেলা পুনরায় শুরু করে।

 

পরে শূন্য গোলের সমতা নিয়ে প্রথমার্ধের খেলা শেষ হলেও দ্বিতীয়ার্ধে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় মাঠে ফের বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়েরা। একপর্যায়ে দর্শকসারি থেকে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফায়াত রহমান মাঠে প্রবেশ করে প্রত্নতত্ত্ব বিভাগের গোলরক্ষক হাসমত আলীকে আক্রমণ করে এবং কিল-ঘুষি মারতে থাকে। এসংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

পরবর্তীতে দুই বিভাগের খেলোয়াড় এবং দর্শক সারিতে থাকা শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করে সংঘর্ষে জড়ান। এতে প্রত্নতত্ত্ব বিভাগের দুইজন খেলোয়াড় আহত হন। আহতরা হলেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসমত আলী এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বরকত উল্লাহ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় খেলা বন্ধ করে দেন রেফারি। পরে ক্রীড়া কমিটি তাৎক্ষণিকভাবে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয়।

এ বিষয়ে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘টুর্নামেন্ট শুরু হওয়ার আগে স্পষ্ট বলে দেওয়া হয়েছে দর্শক যাতে মাঠে প্রবেশ না করে। আজকে প্রত্নতত্ত্ব বিভাগ এবং মার্কেটিং বিভাগের ম্যাচে একজন বহিরাগত মাঠে প্রবেশ করে প্রত্নতত্ত্ব বিভাগের একজন খেলোয়াড়কে মারা শুরু করলে দুই দলের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতে আজকে ম্যাচ স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে আমরা ভিডিও ফুটেজ দেখে এবং কমিটির সাথে কথা বলে যথাযথ সিদ্ধান্ত নিব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘মারামারির ঘটনা ঘটেছে—এটি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে, এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ কিংবা ক্রীড়া কমিটি আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।’

তিনি আরও বলেন, ‘ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমরা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি সভা করেছি। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল, খেলার সকল সিদ্ধান্ত ক্রীড়া কমিটিই গ্রহণ করবে।’

Please Share This Post in Your Social Media

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল ম্যাচে মারামারির ঘটনায় ম্যাচ স্থগিত

কুবি প্রতিনিধি
Update Time : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মার্কেটিং ও প্রত্নতত্ত্ব বিভাগের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় এ ঘটনা ঘটে।

 

সেমিফাইনালে জায়গা করে নিতে বাঁচা-মরার লড়াইয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে মাঠে নামে মার্কেটিং ও প্রত্নতত্ত্ব বিভাগ। খেলার শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছিল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে রেফারি ও ক্রীড়া কমিটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে খেলা পুনরায় শুরু করে।

 

পরে শূন্য গোলের সমতা নিয়ে প্রথমার্ধের খেলা শেষ হলেও দ্বিতীয়ার্ধে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় মাঠে ফের বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়েরা। একপর্যায়ে দর্শকসারি থেকে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফায়াত রহমান মাঠে প্রবেশ করে প্রত্নতত্ত্ব বিভাগের গোলরক্ষক হাসমত আলীকে আক্রমণ করে এবং কিল-ঘুষি মারতে থাকে। এসংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

পরবর্তীতে দুই বিভাগের খেলোয়াড় এবং দর্শক সারিতে থাকা শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করে সংঘর্ষে জড়ান। এতে প্রত্নতত্ত্ব বিভাগের দুইজন খেলোয়াড় আহত হন। আহতরা হলেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসমত আলী এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বরকত উল্লাহ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় খেলা বন্ধ করে দেন রেফারি। পরে ক্রীড়া কমিটি তাৎক্ষণিকভাবে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয়।

এ বিষয়ে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘টুর্নামেন্ট শুরু হওয়ার আগে স্পষ্ট বলে দেওয়া হয়েছে দর্শক যাতে মাঠে প্রবেশ না করে। আজকে প্রত্নতত্ত্ব বিভাগ এবং মার্কেটিং বিভাগের ম্যাচে একজন বহিরাগত মাঠে প্রবেশ করে প্রত্নতত্ত্ব বিভাগের একজন খেলোয়াড়কে মারা শুরু করলে দুই দলের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতে আজকে ম্যাচ স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে আমরা ভিডিও ফুটেজ দেখে এবং কমিটির সাথে কথা বলে যথাযথ সিদ্ধান্ত নিব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘মারামারির ঘটনা ঘটেছে—এটি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে, এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ কিংবা ক্রীড়া কমিটি আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।’

তিনি আরও বলেন, ‘ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমরা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি সভা করেছি। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল, খেলার সকল সিদ্ধান্ত ক্রীড়া কমিটিই গ্রহণ করবে।’