কুবিতে ‘অপ-সাংবাদিকতার’ অভিযোগে সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে স্মারকলিপি

- Update Time : ১১:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৩ Time View
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) নিবন্ধন বাতিলের দাবিতে উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামালের নিকট এই স্মারকলিপি দেওয়া হয়।

জানা যায়, আজ (১৪ সেপ্টেম্বর) দুপুর একটা থেকে উক্ত সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পরিচালিত হয়। উক্ত কর্মসূচিতে প্রায় সাড়ে তিনশো শিক্ষার্থী স্বাক্ষর করেন।
গণস্বাক্ষর কর্মসূচি শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপ-উপাচার্যের দপ্তরে যায়।
এসময় তারা ‘কুবিসাসের নিবন্ধন- বাতিল চাই, করতে হবে’, ‘হলুদ সাংবাদিকদের নিবন্ধন- বাতিল চাই, করতে হবে’, ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’ ইত্যাদি স্লোগান দেয়।

উপ-উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা বেশ কিছু দাবি উত্থাপন করে যা পরবর্তীতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়। দাবিগুলো হচ্ছে — অবিলম্বে কুবিসাস’র নিবন্ধন বাতিল করে এর সকল কার্যক্রম নিষিদ্ধ করা, তাদের জন্য বরাদ্দকৃত অফিস কক্ষ বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের হলে সাংবাদিকদের যে আলাদা রুম তা সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা এবং ক্যাম্পাসে সাংবাদিকতা করার জন্য সুস্পষ্ট মানদণ্ড নির্ধারণ করা।
এ ব্যাপারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘শিক্ষার্থীরা আমাকে একটি স্মারকলিপি দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হবে। উভয় পক্ষের সাথে কথা বলে এর সুষ্ঠু সমাধান করা হবে।’
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর বিজয়-২৪ হলের ৩১২ নম্বর কক্ষে ‘বিনা অনুমতিতে বহিরাগত নারী প্রবেশের’ সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে কুবিসাসের সাংবাদিকদের বিরোধ সৃষ্টি হয়।