ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সেনাপ্রধানের সাথে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারির সাক্ষাৎ শিক্ষার্থীদের ‘লাথি-ঘুষি মারা’ সেই ওসি বদলি মামলা জট কমানো, ন্যায় বিচার নিশ্চিত ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আমেরিকা শুল্ক না কমালে দেশের অর্থনীতিতে প্রভাব প্রভাব পড়বে: বাণিজ্য সচিব  টানা দুই বছর ইসরায়েলে হামলা চালাতে সক্ষম ইরান নির্বাচনের সময়সীমা নিয়ে ইসি এখনো অবগত নয়: সিইসি ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে লিগ্যাল নোটিশ সাপের কামড়ে চিকিৎসার অভাবে বাড়ছে প্রাণহানি; দেশে নেই নিজস্ব অ্যান্টিভেনম উৎপাদন স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি,কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসাকেন্দ্রে সেবার সংকট

কুবি শিক্ষার্থীদের ১০ দিনব্যাপী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সচেতনতা কার্যক্রম সম্পন্ন

কুবি প্রতিনিধি
  • Update Time : ০৬:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ২৯ Time View

প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন পরিচালনা করেছে।

গত ২৪ জুন থেকে ৫ জুলাই ২০২৫ পর্যন্ত, মোট দশদিনব্যাপী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কোভিড-১৯ ও ওমিক্রন ভ্যারিয়েন্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কার্যক্রম চালানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচারপত্র বিলি, এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে সচেতনতামূলক পোস্টার লাগানো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণসহ আশেপাশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক আলোচনা করা হয়েছে।

প্রচারপত্র এবং পোস্টারে কোভিড-১৯ এর সংক্রমণ কিভাবে ছড়ায়, বর্তমান সময়ে ছড়িয়ে পড়া ওমিক্রন ভ্যারিয়েন্টের লক্ষণ, কাদের ঝুঁকি বেশি, এবং প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। এছাড়া, আক্রান্ত হলে কীভাবে তা মোকাবিলা করা যায়, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল চীফ ডা. সোহাগ বলেন, “আমাদের সচেতনতাই কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট তথা ওমিক্রন প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের সবাইকে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে, যাতে এই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়।”

এ উদ্যোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সন্তোষ প্রকাশ করেছে। তারা বলেছে, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবসময় সঠিক তথ্য ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করতে অঙ্গীকারবদ্ধ। এমন উদ্যোগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক দায়িত্ব পালন করছে।”

উক্ত ক্যাম্পেইনের পরিচালকদের একজন মো. আতিকুর রহমান তনয় বলেন, ‘আমরা একটি কোর্সের অধীনে ক্যাম্পেইনটি পরিচালনা করছি। আমাদের এসাইনমেন্ট ছিলো একটি ক্যাম্পেইন করা এবং যেহেতু করোনা ম্র নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে তাই আমরা শিক্ষার্থী হিসেবে সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে এ নিয়ে ক্যাম্পেইন পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করি। আমরা বেশ ভালোভাবে ১০ দিনের ক্যাম্পেইনটি সম্পন্ন করতে পেরেছি। আমাদের পরিকল্পনা আছে কুমিল্লা জেলা প্রশাসকের সাথে কথা বলে ক্যাম্পেইনটি কুমিল্লা শহরেও পরবর্তীতে পরিচালনা করার। করোনার প্রতিরোধই এটিকে প্রতিকার করার সর্বোত্তম উপায়।’

উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের ‘পাবলিক রিলেশনস’ কোর্সের অধীনের এসাইনমেন্ট হিসেবে ক্যাম্পেইনটি পরিচালনা করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কুবি শিক্ষার্থীদের ১০ দিনব্যাপী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সচেতনতা কার্যক্রম সম্পন্ন

কুবি প্রতিনিধি
Update Time : ০৬:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন পরিচালনা করেছে।

গত ২৪ জুন থেকে ৫ জুলাই ২০২৫ পর্যন্ত, মোট দশদিনব্যাপী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কোভিড-১৯ ও ওমিক্রন ভ্যারিয়েন্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কার্যক্রম চালানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচারপত্র বিলি, এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে সচেতনতামূলক পোস্টার লাগানো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণসহ আশেপাশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক আলোচনা করা হয়েছে।

প্রচারপত্র এবং পোস্টারে কোভিড-১৯ এর সংক্রমণ কিভাবে ছড়ায়, বর্তমান সময়ে ছড়িয়ে পড়া ওমিক্রন ভ্যারিয়েন্টের লক্ষণ, কাদের ঝুঁকি বেশি, এবং প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। এছাড়া, আক্রান্ত হলে কীভাবে তা মোকাবিলা করা যায়, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল চীফ ডা. সোহাগ বলেন, “আমাদের সচেতনতাই কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট তথা ওমিক্রন প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের সবাইকে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে, যাতে এই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়।”

এ উদ্যোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সন্তোষ প্রকাশ করেছে। তারা বলেছে, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবসময় সঠিক তথ্য ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করতে অঙ্গীকারবদ্ধ। এমন উদ্যোগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক দায়িত্ব পালন করছে।”

উক্ত ক্যাম্পেইনের পরিচালকদের একজন মো. আতিকুর রহমান তনয় বলেন, ‘আমরা একটি কোর্সের অধীনে ক্যাম্পেইনটি পরিচালনা করছি। আমাদের এসাইনমেন্ট ছিলো একটি ক্যাম্পেইন করা এবং যেহেতু করোনা ম্র নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে তাই আমরা শিক্ষার্থী হিসেবে সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে এ নিয়ে ক্যাম্পেইন পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করি। আমরা বেশ ভালোভাবে ১০ দিনের ক্যাম্পেইনটি সম্পন্ন করতে পেরেছি। আমাদের পরিকল্পনা আছে কুমিল্লা জেলা প্রশাসকের সাথে কথা বলে ক্যাম্পেইনটি কুমিল্লা শহরেও পরবর্তীতে পরিচালনা করার। করোনার প্রতিরোধই এটিকে প্রতিকার করার সর্বোত্তম উপায়।’

উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের ‘পাবলিক রিলেশনস’ কোর্সের অধীনের এসাইনমেন্ট হিসেবে ক্যাম্পেইনটি পরিচালনা করেছে।