কুবি বিএনসিসি ক্যাডেটদের ব্যান্ড প্রশিক্ষণে সাফল্য, অর্জন সনদপত্র

- Update Time : ০১:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ৪২৮ Time View
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের পাঁচজন ক্যাডেট সম্প্রতি ব্যান্ড প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করে সনদ অর্জন করেছেন।
বিএনসিসি ময়নামতি রেজিমেন্ট সদর দপ্তরের আয়োজনে গত ১২ মে শুরু হয়ে ১৮ দিনব্যাপী এ বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন কুবি বিএনসিসির এই ক্যাডেট দল। কোর্সে অংশগ্রহণকারী ক্যাডেটরা হলেন নুসরাত জাহান চৈতী, ময়ুরী ত্রিপুরা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এবং সাখাওয়াত হোসেন। প্রশিক্ষণ চলাকালে ব্যান্ড পরিচালনা, বাদ্যযন্ত্র বাজানো এবং নেতৃত্বের নানামুখী কৌশল শেখানো হয়। কুমিল্লা সেনানিবাসের বিশেষ প্রশিক্ষকবৃন্দ কোর্সটি পরিচালনা করেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে ক্যাডেটদের নেতৃত্বে একটি ব্যান্ড প্রদর্শনীর আয়োজন করা হয়, যা উপস্থিত কর্মকর্তাদের প্রশংসা কুড়ায়। প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী ক্যাডেটদের হাতে সনদপত্র তুলে দেন ময়নামতি রেজিমেন্টের সম্মানিত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল ইসলাম।
এ বিষয়ে কুবি বিএনসিসি প্লাটুনের সিইউও মো. তালহা জুবায়ের বলেন, ‘এই ব্যান্ড প্রশিক্ষণ কোর্সে পুরো রেজিমেন্ট থেকে মাত্র ২৫ জন ক্যাডেট নির্বাচিত হয়, যার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরই ৫ জন অংশ নেওয়ার সুযোগ পেয়েছে—এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের প্লাটুনের সদস্যরা দেশপ্রেম, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতার পাশাপাশি ব্যান্ড পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।’