কিশোরগঞ্জে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা

- Update Time : ০৯:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৪৯ Time View
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ (এপি) উদ্যোগে এরিয়া প্রোগ্রাম অফিসার পিকিং চাম্বুগংয়ের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ টি এম নূরুল আমিন শাহ, কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন, চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান,মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,কিশোরগঞ্জ এপির প্রোগ্রাম অফিসার জেফিরাজ দোলন কুবি,সহকারী প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন ও পানিয়াল পুকুর মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থী মায়িশা প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন এলাকার মসজিদের ইমাম,বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ।