কিশোরগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

- Update Time : ১১:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ৭৫০ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আওকত হোসেন জুয়েল (১৭) ঘটনাস্থলে মারা যান।
নিহত জুয়েল ওই গ্রামের মরহুম আব্দুল জলিলের ছেলে ও রণচন্ডী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার রনচন্ডী ইউনিয়নের উত্তর কুটি পাড়া গ্ৰামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,ঘাতক বড় ভাই মেহেদী হাসান লিমন (২৮) দুই মাস আগে বিয়ে করে স্ত্রীকে নিয়ে বাড়িতে আসে। কিন্তু তার মা মোতাহারা বেগম ও ছোট ভাই আওকত হোসেন তার স্ত্রীকে নিয়ে একই ঘরে থাকতে বাধা দেয়। স্ত্রীর সাথে ঘর সংসার করতে না পেরে ঘটনার দিন মঙ্গলবার সকালে মেহেদী ঘুমন্ত ছোট ভাইকে দা দিয়ে গলায় ও মাথায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।
ছোট ভাই আওকতের মৃত্যুর পর সে নিজে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ নীলফামারী মর্গে পাঠানো হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।