কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

- Update Time : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / ১৮৯ Time View
“প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এই স্লোগান নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে শুরু হয়েছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার নুরুল আজীজ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা, উপজেলা ভেটেরিনারি সার্জন নাহিদ সুলতান, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্যের আস্থাভাজন ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল আলম স্বপন, শাকিল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিকুল আলম সিদ্দিক এমপি বলেন, বর্তমান সরকার প্রাণী সম্পদ ও কৃষি উন্নয়নের ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। একক ক্ষুদ্র ও যৌথ খামারীদের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যমে সরকার প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে। আমরা আশা করছি আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রদর্শনীতে গরু,ভেড়া,ছাগল, দুম্বা,পোল্ট্রি,গৃহপালিত পশুপাখি, প্রাণীজাত পণ্য ও প্রাণিসম্পদ প্রযুক্তি সহ ৩৭ টি স্টল অংশগ্রহণ করে।