কিশোরগঞ্জে নার্সদের ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
- Update Time : ০৫:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ৩৫ Time View
স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ নার্সিং ও মিডওয়াইফারি প্রশাসনকে তিনটি অধিদপ্তরের সঙ্গে একীভূত করার সরকারি উদ্যোগের প্রতিবাদে এবং ৪৮ বছর ধরে প্রতিষ্ঠিত স্বাধীন কাঠামো পুনর্বহালসহ আট দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) এর কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুর ১ টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এ স্মারকলিপি প্রদান করা হয়। তারা জানান, দীর্ঘদিনের আন্দোলন, দাবী ও আলোচনার পরও ১৪ মাসে প্রশাসন কাঠামো পুনর্বহাল না হওয়ায় নার্সিং পেশাজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, নার্সিং প্রশাসনকে তিন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টা নার্সিং পেশার মর্যাদা, স্বকীয়তা ও দক্ষতা ব্যাহত করবে। দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বাধীন নার্সিং কমিশন গঠনের দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ বলেন— নার্সিং পেশাকে শক্তিশালী করতে হলে স্বাধীন প্রশাসন কাঠামো বজায় রাখা জরুরি। তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































