কিশোরগঞ্জে ক্যানেল সংস্কার কাজে ব্যাপক অনিয়ম

- Update Time : ০৩:১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / ১৪৪ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ প্রকল্পের খোলাহাটি হতে কাবলারডাঙ্গা পর্যন্ত টি-২ এস-৭টি টারশিয়ারি ক্যানেল সংস্কার কাজের ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
একোয়ারভুক্ত জমির মাটি কেটে ডাইকে দেয়া, ক্যানেলের (বাঁধ) ডাইকের মাটি কমপ্যাকশন না করা ও পলিথিন ছাড়াই মাটির ওপর সিসি ঢালাই দেয়ায় বর্ষায় ডাইক ধসে যাবে বলে এলাকাবাসীদের অভিযোগ ।
জানা যায়, ওই টারশিয়ারি ক্যানেলের উভয় ডাইক পুনর্বাসন ও শক্তিশালীকরণে ২০২২ সালে টেন্ডার হয়। যার কাজ ৭ কোটি ৮ লাখ টাকা চুক্তিমূল্যে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম আজাদ পায়।
সেই ঠিকাদারের লোকজন নিয়ম বহির্ভূতভাবে ভেকু মেশিন দিয়ে ক্যানেল সংলগ্ন একোয়ারভুক্ত জমির মাটি কেটে সেই মাটি ডাইকে (বাঁধে) তুলে দিয়েছে। এ ছাড়া কমপ্যাকশন ছাড়াই দুই ডাইকের মাটিতে পলিথিন না দিয়ে ময়লাযুক্ত পাঁচমিশালি সিঙ্গেজ পাথর, ধুলার ন্যায় বালু ও কম সিমেন্টে যেনতনভাবে সিসি ঢালাই করছে। ঢালাই শেষে পরদিন পানিও দেওয়া হয়নি। এতে ঢালাইয়ের দু-পাশে কিছু কিছু জায়গায় ফাটন ধডেছে।
ফলে বর্ষাকালে ক্যানেলের পাড় ভেঙ্গে কৃষি জমির ক্ষতি হবে বলে কৃষকদের অভিযোগ।
ওই এলাকার কৃষক আমজাদ আলী, মনোয়ার বলেন, এখানে ক্যানেলের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান যেমন তেমন ভাবে কাজ করছে। কিছুদিন পর আবার সেই পাড় ভেঙ্গে গেলে তারা গোঁজামিল দিয়ে এসব কাজ করে যাচ্ছেন।ক্যালেনের কাজ ভালো না হলে বর্ষাকালে পাড় ভেঙ্গে জমির ফসলের ব্যাপক ক্ষতি হবে।
এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবুল কালাম আজাদের পক্ষে ম্যানেজার কোশিক দত্ত বলেন, আমাদের এখানে কাজের কোন অনিয়ম নাই।
সংশ্লিষ্ট কাজের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সেখানে কাজ করার কিছুদিন পরে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু গাফলতির কারনে সেটি হয়েছে আমরা বলেছি দ্রুত সেটি ঠিক করে দেওয়ার জন্য। কাজের অনিয়মের বিষয়ে আমরা সর্তক করেছি। আমরা কাজ বুঝে নেওয়ার আগে সব ঠিকঠাক দেখে বুঝে নিব।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, এই কাজের বিষয়ে আমি গতকাল জেনেছি সেখানে একজনকে পরিদর্শন করতে বলা হয়েছে। আমরা সেটি পরিদর্শন করে ব্যবস্থা নিব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়