কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করলেন এমপি আদেল

- Update Time : ০৭:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ২৩৫ Time View

বুধবার দুপুরে টিন বিতরণ ও মসজিদ উন্নয়ন কাজের উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
নীলফামারীর কিশোরগঞ্জে ৪০ জন অগ্নিকাণ্ড প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ ও মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করেন আহসান আদেলুর রহমান আদেল এমপি।
বুধবার দুপুরে পৃথক পৃথক ভাবে দুই জায়গায় টিন বিতরণ ও মসজিদ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে,কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মাঝে ৫০ বান্ডেল টিন ও ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা যুব সংহতির সভাপতি আবুল কালাম আজাদ (হাজী কালাশা), সংসদ সদস্যের বিশেষ সহকারী রায়হানুল আহসান রমি,জেলা জাতীয় পার্টির সহ-দপ্তর সম্পাদক মাহমুদ হাসান অয়ন,কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু ও বাহাগিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন প্রমুখ।
পরে কিশোরগঞ্জ কামারপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
এ সময় তিনি বলেন, আমার দায়িত্ব গ্রহনের পর থেকে কিশোরগঞ্জ উপজেলার রাস্তা ঘাট,মসজিদ,মন্দির, স্কুল কলেজসহ ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। আগামীতেও আমার নির্বাচনী এলাকায় ব্যাপক ভাবে উন্নয়ন করার ইচ্ছে আছে।