কিছু মহল ষড়যন্ত্র করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় : মীর নেওয়াজ আলী

- Update Time : ০৫:৫০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ৩৪ Time View
সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, যা দেশকে আরও অরাজকতার দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
২৭ মার্চ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের রাজনীতি এখন ছাত্র ও যুবকদের কাছে খেলায় পরিণত হয়েছে। কিছু মহল ষড়যন্ত্র করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। তাই সচেতন জনগণকে সতর্ক থাকতে হবে।
ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের নবগঠিত কমিটির জন্য শুভকামনা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী।
সংগঠনের আহ্বায়ক ইকরামুল ইসলাম টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমিতির সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল. সাবেক সহ-সভাপতি শাহীন আব্দুল বারী, সাধারণ সম্পাদক এম.এম. বাদশাহ, মুন্সিগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাবেক সহ-সভাপতি আরিফ সোহেল, বিশিষ্ট সাংবাদিক অঞ্জন রহমান, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, ব্যারিস্টার সাইফুর রহমান, সুবিচারের নির্বাহী সম্পাদক ও সংগঠনের যুগ্ম মহাসচিব প্রদীপ জয় প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবুল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, আর সংগঠন নিয়ে বিশেষ আলোকপাত করেন যুগ্ম আহ্বায়ক শাহজাহান স্বপন।
এসময় আরও উপস্থিত ছিলেন, হালিম মোহাম্মাদ, আতিকুর রহমান, নূর আলম জীবন, আলী তালুকদার, নাজমুল সাগর, সুমন দত্ত, শরিফুল হক পাভেল, মো. আকবর আলী, রাকিবুল ইসলাম।
ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্র্যাবের সাবেক সহ-সভাপতি শাহীন আব্দুল বারী।