ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
লিপি খান ভরসার জামিন আবেদন নামঞ্জুর: কারাগারে প্রেরণ মামলা থেকে নাম কাটতে চাঁদা দাবির মামলায় ২ দিনের রিমান্ডে ব্যবসায়ী বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার আহবান প্রধান বিচারপতির সেই প্রকৌশলীর ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ পটুয়াখালীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত “ভাই, সুমাইয়াকে মাইরা ফালাইছি” পথশিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত গ্রেফতার কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেত্রীর নাম কাটতে এসে গ্রেফতার ব্যবসায়ী বাজেট বরাদ্দে জবি পূর্বের তুলনায় অগ্রাধিকার পাবে – ইউজিসি চেয়ারম্যান

কালীগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুগান্তরের সাংবাদিক আহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • Update Time : ০৫:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ৭ Time View

দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফার বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও ল‍্যাপটপ ছিনিয়ে নেয়।

ঘটনায় জড়িতদের ধরতে রাতভর অভিযান পরিচালনা করে কুলথুন এলাকার ফয়সাল খানকে আটক করেছে পুলিশ।

হামলায় আহত আব্দুল গাফফার জানান, রোবাবর (১৬ মার্চ) ইফতারের পর যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ এর মোটরসাইকেলের পেছনে বসে গাজীপুর থেকে কালীগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আওড়াখালি বাজার এলাকায় পৌছলে ওঁত পেতে থাকা কাউলিতা গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল কাদির আকন্দের ছেলে মো. আলমগীর হোসেন আকন্দ, মিরু আকন্দের ছেলে সাহেদ, মৃত বকুলের ছেলে ফালু, কুলথুন গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল ও কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর গ্রামের রুবেল হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা গাফফারের মোবাইল ফোন, নগদ টাকা ও লেপটপ ছিনিয়ে পালিয়ে যায়। পরে সহকর্মী খোরশেদ তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সময় সরাসরি হামলায় অংশ নেওয়াদের মধ্যে কুলথুন এলাকার ফয়সাল খানকে আটক করে।

ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত আলমগীর হোসেন আকন্দসহ অন্যরা আত্মগোপনে রয়েছেন।

হামলার শিকার আবদুল গাফফার জানান, এ হামলার ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। সম্প্রতি কালীগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের নানা অপতৎপরতা নিয়ে প্রকাশিত হয়েছে। এতে ক্ষুব্ধ মহল পরিকল্পিত হামলার ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, যুগান্তর পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল গাফফারের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে রাতভর অভিযান পরিচালনা করে ফয়সাল খান নামে একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত আলমগীর হোসেন আকন্দসহ অন্যরা ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন। তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুগান্তরের সাংবাদিক আহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
Update Time : ০৫:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফার বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও ল‍্যাপটপ ছিনিয়ে নেয়।

ঘটনায় জড়িতদের ধরতে রাতভর অভিযান পরিচালনা করে কুলথুন এলাকার ফয়সাল খানকে আটক করেছে পুলিশ।

হামলায় আহত আব্দুল গাফফার জানান, রোবাবর (১৬ মার্চ) ইফতারের পর যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ এর মোটরসাইকেলের পেছনে বসে গাজীপুর থেকে কালীগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আওড়াখালি বাজার এলাকায় পৌছলে ওঁত পেতে থাকা কাউলিতা গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল কাদির আকন্দের ছেলে মো. আলমগীর হোসেন আকন্দ, মিরু আকন্দের ছেলে সাহেদ, মৃত বকুলের ছেলে ফালু, কুলথুন গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল ও কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর গ্রামের রুবেল হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা গাফফারের মোবাইল ফোন, নগদ টাকা ও লেপটপ ছিনিয়ে পালিয়ে যায়। পরে সহকর্মী খোরশেদ তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সময় সরাসরি হামলায় অংশ নেওয়াদের মধ্যে কুলথুন এলাকার ফয়সাল খানকে আটক করে।

ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত আলমগীর হোসেন আকন্দসহ অন্যরা আত্মগোপনে রয়েছেন।

হামলার শিকার আবদুল গাফফার জানান, এ হামলার ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। সম্প্রতি কালীগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের নানা অপতৎপরতা নিয়ে প্রকাশিত হয়েছে। এতে ক্ষুব্ধ মহল পরিকল্পিত হামলার ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, যুগান্তর পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল গাফফারের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে রাতভর অভিযান পরিচালনা করে ফয়সাল খান নামে একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত আলমগীর হোসেন আকন্দসহ অন্যরা ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন। তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।