ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য ধর্ষণের বিরুদ্ধে কুবিতে মানববন্ধন 

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালী ও আলোচনা সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • Update Time : ০৭:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ১৬ Time View

সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ এর নেতৃত্বে পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন।

জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, উপজেলা তথ্যসেবা অফিসার সোহা তামান্না, উপজেলা আনসার ভিডিবি অফিসার ওবায়দুর রহমান, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রাকিব ভূইয়া, ইএসডিও এনজিও’র প্রতিনিধি শামিউল ইসলাম, প্রশিক্ষার্থী আফসানা আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সমাজ ও দেশের জন্য নারীরা অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন নারী সমাজ। তারা নিজ কর্মে বলিষ্ঠ ভূমিকা পালন করে সুনাম অর্জন করে যাচ্ছেন। এখন থেকে মহিলা ও মেয়ে শব্দ ব্যবহার করা যাবে না। নারী শব্দ ব্যবহার করতে হবে। আমাদের দেশে জনসংখ্যার মধ্যে বেশিভাগ তরুণ। কারিগরি শিক্ষা আমাদের কম। তাই পড়াশোনার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ নিয়ে কাজ করে স্বাবলম্বী হতে হবে। অনলাইন বিজনেস এখন বেশ জনপ্রিয়। ব্যবসা বাণিজ্য প্রসার করতে অনলাইন বিজনেসের পথ সুগম করতে হবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন নারী তাঁর স্বামীকে সহযোগিতা করে সংসারের অভাব লাঘবের ভূমিকা পালন করবেন।

পরিশেষে উপজেলা জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বিজনেস ম্যানেজমেন্ট, বিউটিশিয়ান ও ফ্যাশন ডিজাইনার ক্যাটাগরিতে অংশ নেয়া ১৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১৪ লাখ ৫০ হাজার ২শত টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালী ও আলোচনা সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
Update Time : ০৭:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ এর নেতৃত্বে পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন।

জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, উপজেলা তথ্যসেবা অফিসার সোহা তামান্না, উপজেলা আনসার ভিডিবি অফিসার ওবায়দুর রহমান, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রাকিব ভূইয়া, ইএসডিও এনজিও’র প্রতিনিধি শামিউল ইসলাম, প্রশিক্ষার্থী আফসানা আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সমাজ ও দেশের জন্য নারীরা অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন নারী সমাজ। তারা নিজ কর্মে বলিষ্ঠ ভূমিকা পালন করে সুনাম অর্জন করে যাচ্ছেন। এখন থেকে মহিলা ও মেয়ে শব্দ ব্যবহার করা যাবে না। নারী শব্দ ব্যবহার করতে হবে। আমাদের দেশে জনসংখ্যার মধ্যে বেশিভাগ তরুণ। কারিগরি শিক্ষা আমাদের কম। তাই পড়াশোনার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ নিয়ে কাজ করে স্বাবলম্বী হতে হবে। অনলাইন বিজনেস এখন বেশ জনপ্রিয়। ব্যবসা বাণিজ্য প্রসার করতে অনলাইন বিজনেসের পথ সুগম করতে হবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন নারী তাঁর স্বামীকে সহযোগিতা করে সংসারের অভাব লাঘবের ভূমিকা পালন করবেন।

পরিশেষে উপজেলা জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বিজনেস ম্যানেজমেন্ট, বিউটিশিয়ান ও ফ্যাশন ডিজাইনার ক্যাটাগরিতে অংশ নেয়া ১৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১৪ লাখ ৫০ হাজার ২শত টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।