কালিহাতীতে মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

- Update Time : ০৬:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ১৭০ Time View
টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড আহাদ মটরসের সামনে ডাকাতির প্রস্তুতি কালে একটি পিকআপ ভ্যান নং ঢাকা মেট্রো ন ১২-২৯৮৭ সহ দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন-শামীম শেখ (৩০), আব্দুল লতিফ (৪৭),রবিউল ইসলাম রবি (২৭), রাসেল মিয়া (২৮),খাদেম আলী (২৮) ও আব্দুল্লা হিল কাফি (২০)।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে কালিহাতী সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান প্রেস ব্রিফিং বিষয়টি জানিয়েছেন। তিনি আরো বলেন শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা মূলত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় উপস্থিত ছিলেন কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া।
তিনি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তাহারা কালিহাতী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল বলিয়া স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরি সহ ডাকাতি মামলা আছে। এ ঘটনায় কালিহাতী থানায় মামলা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়