কালিয়াকৈরে বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৩
- Update Time : ০৪:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৩০ Time View
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্প এলাকায় শনিবার দিবাগত রাত আড়াইটায় দিকে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক যাত্রী। ঐ ঘটনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার আটক করেছে পুলিশ।
নিহতরা হলেনটাঙ্গাইলের সখিপুর উপজেলার আন্দি পূর্ব পাড়া গ্রামের সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন(২৩), একই এলাকার সেকান্দার আলীর ছেলে জুয়েল রানা(৩২) ও মধুপুর উপজেলার চাকন্দ গ্রামের সৈয়দ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৩০)। এ ঘটনায় আজিজুল হক (২০) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল তারা। বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে। এসময় তাদের প্রাইভেটকারটি ইউটার্ন করে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে নাসির ঘটনাস্থলেই, মোসলেম উদ্দিন উপজেলা কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন।। অপর এক যাত্রীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠায় । এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তবে ওই বাসের চালক পলাতক রয়েছেন।
নাওজোড় হাইওয়ে পুলিশের এস আই শহিদুল ইসলাম বলেন, ঘাতক বাসকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। নিহত তিনব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নওরোজ/এসএইচ