কালাইয়ে সরিষা চাষীদের চোখে লাভের স্বপ্ন

- Update Time : ০২:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ৮১ Time View
সরিষা আবাদ করে “চোখে সর্ষে ফুল দেখা” নয়, বরং চোখে লাভের স্বপ্ন দেখছেন জয়পুরহাটের কালাই উপজেলার সরিষা চাষীরা। কালাই উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে অবারিত হলুদ সরিষা খেত, যা মনমুগ্ধ করছে মানুষকে।
বিস্তীর্ণ মাঠের সরিষা গাছের হলুদ রঙের ফুল পৌষের শীতের রোদে যে কোন ব্যক্তিরই প্রশান্তি বয়ে আনবে। সরিষার ফুলে মাঠ এখন মৌ মৌ গন্ধে মূখরিত। মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়ানো যেনো এক অপরুপ প্রাকৃতিক দৃশ্য। ভোরের বিন্দু বিন্দু শিশির আর সকালের মিষ্টি রোদ ছুঁয়ে যায় সেই ফুল গুলোকে।
গত কয়েক মৌসুমে সরিষা চাষে কৃষকেরা লাভবান হওয়ায় এবছরেও সরিষা চাষে ঝুঁকে পরেছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৫ ইউনিয়নে ৩শত ৮৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার জানান কিছু সরিষার জমিতে পোকামাকড় দেখা দিলেও মাঠ পর্যায়ে চাষিদেরকে কৃষি অফিসের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষভাবে কারিগরি সহযোগিতা দেবার কারণে সরিষা খেত অনেকটা রোগ- বালাই মুক্ত আছে বলে মন্তব্য করছেন। উপজেলার মাত্রাই ইউনিয়নের সমশিরা, শাইলগুন, বিয়ালা এলাকার সরিষা খেত চোখে পড়ার মতো।
মাত্রাই গ্রামের মোল্লা পাড়ার সরিষা চাষি হুমায়ুন কবির বলেন, আবহাওয়া ভালো থাকায় প্রতি বিঘাতে ৮-১০ মন সরিষা উৎপাদন হবে বলে আশা করা যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় বলেন, সরিষা চাষে কৃষকেরা যাতে কোন সমস্যায় না পরেন এবং যাতে তারা লাভবান হতে পারেন, সে জন্য সার্বক্ষণিক ভাবে আমরা নজর রাখছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়