ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘কান্তারা’র দৈবকে ‘ভূত’ বলে তোপের মুখে রণবীর, পাশে দাঁড়ালেন গুলশান

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ২৫ Time View

কন্নড় সিনেমা ‘কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১’ মুক্তির আগেই তুমুল আলোচনার জন্ম দিয়েছে। তবে এবার সিনেমাটি খবরের শিরোনামে এলো এক অনাকাঙ্ক্ষিত বিতর্কের কারণে। আর সেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন বলিউডের ‘এনার্জিটিক’ তারকা রণবীর সিং। গোয়ায় অনুষ্ঠিত ‘ইফি ২০২৫’-এর মঞ্চে সিনেমার পবিত্র ‘দৈব’ চরিত্রকে ‘ভূত’ বলে সম্বোধন করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।

তবে এই কঠিন সময়ে রণবীরের পাশে এসে দাঁড়িয়েছেন ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর অভিনেতা গুলশান দেবাইয়া।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইফির মঞ্চে ‘কান্তারা’র পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠির উপস্থিতিতেই রণবীর সিং সিনেমার সেই আইকনিক ‘দৈব’ অবতারের নকল করার চেষ্টা করেন। কথা প্রসঙ্গে অতি উৎসাহী হয়ে তিনি পবিত্র দৈব সত্তাকে ভুলবশত ‘ভূত’ বলে বসেন।

রণবীর ঋষভকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি কান্তারা চ্যাপ্টার ১ দেখেছি। ঋষভ, আপনার অভিনয় অসাধারণ ছিল, বিশেষ করে যখন সেই নারী ভূত (চামুন্ডি দৈব) আপনার শরীরে প্রবেশ করে।’

এ সময় ঋষভ শেঠি তাকে বারণ করার চেষ্টা করলেও রণবীর রসিকতা চালিয়ে যান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। বিষয়টিকে তারা ‘অসংবেদনশীল’ এবং ‘সংস্কৃতির প্রতি চরম অসম্মান’ হিসেবে অভিহিত করেন। বিতর্ক বাড়তেই রণবীর সিং তার আচরণের জন্য ক্ষমা চান এবং জানান, কাউকে ছোট করার উদ্দেশ্য তার ছিল না।

রণবীরের পাশে গুলশান দেবাইয়া সিনেমাটিতে রাজা কুলশেখরের ভূমিকায় অভিনয় করা গুলশান দেবাইয়া সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের পক্ষ নেন। তিনি বলেন, ‘মানুষ যখন খুব বেশি উত্তেজিত হয়ে যায়, তখন অনেক সময় ভুল করে বসে। রণবীরের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। কিন্তু যেহেতু ও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তাই আমাদের উচিত সব ভুলে সামনে এগিয়ে যাওয়া।’

গুলশান আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো আমাকে খুব একটা প্রভাবিত করে না। তবে কেউ যদি এতে অপমানিত বোধ করেন, তাদের উদ্দেশে আমি বলব—রণবীর ক্ষমা চেয়ে নিয়েছেন। একজন মানুষ যখন তার ভুলের জন্য অনুতপ্ত হয়, তখন অন্য পক্ষের উচিত বিষয়টি সেখানেই মিটিয়ে ফেলা।’

Please Share This Post in Your Social Media

‘কান্তারা’র দৈবকে ‘ভূত’ বলে তোপের মুখে রণবীর, পাশে দাঁড়ালেন গুলশান

বিনোদন ডেস্ক
Update Time : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

কন্নড় সিনেমা ‘কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১’ মুক্তির আগেই তুমুল আলোচনার জন্ম দিয়েছে। তবে এবার সিনেমাটি খবরের শিরোনামে এলো এক অনাকাঙ্ক্ষিত বিতর্কের কারণে। আর সেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন বলিউডের ‘এনার্জিটিক’ তারকা রণবীর সিং। গোয়ায় অনুষ্ঠিত ‘ইফি ২০২৫’-এর মঞ্চে সিনেমার পবিত্র ‘দৈব’ চরিত্রকে ‘ভূত’ বলে সম্বোধন করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।

তবে এই কঠিন সময়ে রণবীরের পাশে এসে দাঁড়িয়েছেন ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর অভিনেতা গুলশান দেবাইয়া।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইফির মঞ্চে ‘কান্তারা’র পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠির উপস্থিতিতেই রণবীর সিং সিনেমার সেই আইকনিক ‘দৈব’ অবতারের নকল করার চেষ্টা করেন। কথা প্রসঙ্গে অতি উৎসাহী হয়ে তিনি পবিত্র দৈব সত্তাকে ভুলবশত ‘ভূত’ বলে বসেন।

রণবীর ঋষভকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি কান্তারা চ্যাপ্টার ১ দেখেছি। ঋষভ, আপনার অভিনয় অসাধারণ ছিল, বিশেষ করে যখন সেই নারী ভূত (চামুন্ডি দৈব) আপনার শরীরে প্রবেশ করে।’

এ সময় ঋষভ শেঠি তাকে বারণ করার চেষ্টা করলেও রণবীর রসিকতা চালিয়ে যান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। বিষয়টিকে তারা ‘অসংবেদনশীল’ এবং ‘সংস্কৃতির প্রতি চরম অসম্মান’ হিসেবে অভিহিত করেন। বিতর্ক বাড়তেই রণবীর সিং তার আচরণের জন্য ক্ষমা চান এবং জানান, কাউকে ছোট করার উদ্দেশ্য তার ছিল না।

রণবীরের পাশে গুলশান দেবাইয়া সিনেমাটিতে রাজা কুলশেখরের ভূমিকায় অভিনয় করা গুলশান দেবাইয়া সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের পক্ষ নেন। তিনি বলেন, ‘মানুষ যখন খুব বেশি উত্তেজিত হয়ে যায়, তখন অনেক সময় ভুল করে বসে। রণবীরের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। কিন্তু যেহেতু ও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তাই আমাদের উচিত সব ভুলে সামনে এগিয়ে যাওয়া।’

গুলশান আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো আমাকে খুব একটা প্রভাবিত করে না। তবে কেউ যদি এতে অপমানিত বোধ করেন, তাদের উদ্দেশে আমি বলব—রণবীর ক্ষমা চেয়ে নিয়েছেন। একজন মানুষ যখন তার ভুলের জন্য অনুতপ্ত হয়, তখন অন্য পক্ষের উচিত বিষয়টি সেখানেই মিটিয়ে ফেলা।’