ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কানাডার মন্ত্রিসভায় রদবদল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১০:৫৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১ Time View

গত সপ্তাহে স্টিভেন গিলবোল্টের পদত্যাগের পর কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নতুনভাবে বণ্টন করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার মন্ত্রিসভায় ছোট পরিসরে রদবদল করেছেন। গত সপ্তাহে স্টিভেন গিলবোল্টের পদত্যাগের পর কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নতুনভাবে বণ্টন করা হয়েছে। জাস্টিন ট্রুডোর সময়ে অভিবাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মার্ক মিলারকে এবার কানাডিয়ান আইডেন্টিটি অ্যান্ড কালচার এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি রূপান্তর, পাবলিক ওয়ার্কস ও প্রোকিউরমেন্ট মন্ত্রী জোয়েল লাইটবাউন্ড এখন আরও বড় দায়িত্ব পাচ্ছেন। তিনি নতুন করে কুইবেক লেফটেন্যান্টের ভূমিকা পালন করবেন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জুলি ডাবরুসিন পাবেন নেচার ফাইলের দায়িত্ব।

রিডও হলের শপথের আগে সরকারি সূত্র জানিয়েছিল, রদবদলটি ছোটই হবে। এর মূল লক্ষ্য গিলবোল্টের আগের দায়িত্বগুলো কাভার করা। বৃহস্পতিবার ফেডারেল সরকারের আলবার্টার সঙ্গে জ্বালানি বিষয়ক চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন গিলবোল্ট। তিনি ছিলেন কানাডিয়ান আইডেন্টিটি অ্যান্ড কালচার মন্ত্রী এবং কুইবেক লেফটেন্যান্ট।

পদত্যাগপত্রে গিলবোল্ট লেখেন, তিনি বুঝতে পারেন প্রধানমন্ত্রী কঠিন সময় সামলানোর চেষ্টা করছেন। কিন্তু তার মতে, পরিবেশগত বিষয়গুলো সবসময় অগ্রাধিকার পাওয়া উচিত। সেই কারণেই তিনি আলবার্টার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের তীব্র বিরোধিতা করেছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অধীনে একাধিক মন্ত্রীর দায়িত্ব পালন করার পরও মার্চ মাসে কার্নি প্রধানমন্ত্রী এবং লিবারেল নেতা হওয়ার পর মিলার মন্ত্রিসভায় ফিরে আসেননি। এপ্রিলের ফেডারেল নির্বাচনের পর তিনি মন্ত্রিসভার বাইরে ছিলন। মার্ক মিলার পূর্বে অভিবাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মার্ক কার্নির মন্ত্রিসভায় অভিজ্ঞ মার্ক মিলারের অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে মার্ক মিলার তাঁর পূর্বের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। বর্তমান কানাডিয়ান অর্থনীতি ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

কানাডার মন্ত্রিসভায় রদবদল

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১০:৫৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোমবার মন্ত্রিসভায় ছোট পরিসরে রদবদল করেছেন। গত সপ্তাহে স্টিভেন গিলবোল্টের পদত্যাগের পর কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নতুনভাবে বণ্টন করা হয়েছে। জাস্টিন ট্রুডোর সময়ে অভিবাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মার্ক মিলারকে এবার কানাডিয়ান আইডেন্টিটি অ্যান্ড কালচার এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি রূপান্তর, পাবলিক ওয়ার্কস ও প্রোকিউরমেন্ট মন্ত্রী জোয়েল লাইটবাউন্ড এখন আরও বড় দায়িত্ব পাচ্ছেন। তিনি নতুন করে কুইবেক লেফটেন্যান্টের ভূমিকা পালন করবেন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জুলি ডাবরুসিন পাবেন নেচার ফাইলের দায়িত্ব।

রিডও হলের শপথের আগে সরকারি সূত্র জানিয়েছিল, রদবদলটি ছোটই হবে। এর মূল লক্ষ্য গিলবোল্টের আগের দায়িত্বগুলো কাভার করা। বৃহস্পতিবার ফেডারেল সরকারের আলবার্টার সঙ্গে জ্বালানি বিষয়ক চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন গিলবোল্ট। তিনি ছিলেন কানাডিয়ান আইডেন্টিটি অ্যান্ড কালচার মন্ত্রী এবং কুইবেক লেফটেন্যান্ট।

পদত্যাগপত্রে গিলবোল্ট লেখেন, তিনি বুঝতে পারেন প্রধানমন্ত্রী কঠিন সময় সামলানোর চেষ্টা করছেন। কিন্তু তার মতে, পরিবেশগত বিষয়গুলো সবসময় অগ্রাধিকার পাওয়া উচিত। সেই কারণেই তিনি আলবার্টার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের তীব্র বিরোধিতা করেছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অধীনে একাধিক মন্ত্রীর দায়িত্ব পালন করার পরও মার্চ মাসে কার্নি প্রধানমন্ত্রী এবং লিবারেল নেতা হওয়ার পর মিলার মন্ত্রিসভায় ফিরে আসেননি। এপ্রিলের ফেডারেল নির্বাচনের পর তিনি মন্ত্রিসভার বাইরে ছিলন। মার্ক মিলার পূর্বে অভিবাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মার্ক কার্নির মন্ত্রিসভায় অভিজ্ঞ মার্ক মিলারের অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে মার্ক মিলার তাঁর পূর্বের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। বর্তমান কানাডিয়ান অর্থনীতি ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর বিকল্প নেই।