কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- Update Time : ০৯:১২:০২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ১৬৩ Time View
নীলফামারী কিশোরগঞ্জের রণচন্ডী স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে বাড়ির পিছনের বাঁশঝাড় থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই শিক্ষার্থীর নাম অতুল চন্দ্র রায় (১৮)। তিনি কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের দক্ষিণ মেলাবর মাস্টার পাড়া গ্রামের নরেশ চন্দ্র রায়ের ছেলে এবং রনচন্ডী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত অতুল চন্দ্র রায়ের বড় ভাই মিলনের বাড়ির ইট চুরি হওয়ায় মিলন ও তার স্ত্রী অতুলকে গালিগালাজ করেন। এরপরে অতুল রবিবার রাতে নিখোঁজ হয়। আজ সকালে বড় ভাই মিলনের বাড়ির পাশের বাঁশঝাড়ে গলায় রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়টি জানা যাবে।