ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে – পরিবেশ উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ভারত-পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে : ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পারিবারিক অনুষ্ঠানে গেলেন বেগম খালেদা জিয়া প্রায় ৫২ মিলিয়ন মানুষ বাংলাদেশে বন্যার ঝুঁকির মধ্যে থাকবে : পরিবেশ উপদেষ্টা রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না : মির্জা ফখরুল লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, যুবক আটক শাহবাগ ছেড়ে এবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা

কর্ণফুলীতে গ্যাসের চুলা থেকে আগুন, মুহূর্তেই পুড়ল কলোনি

চট্টগ্রাম ব্যুরো
  • Update Time : ১২:২১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ৭৫ Time View

চট্টগ্রামের কর্ণফুলীতে ভয়াবহ আগুনে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বড়উঠান (৮ নম্বর ওয়ার্ড) মিয়ার হাট খিলপাড়া এলাকার পারভিন কলোনিতে এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকাল আনুমানিক ৪টার দিকে পারভীন কলোনির একটি ভাড়া ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে আগুন।

পরে খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এর আগেই ওই কলোনিতে থাকা ১৭ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ওই কলোনিতে ১ বছর বসবাস করা লক্ষীপুরের সালে আহমেদ বলেন, আমি বিল্ডিংয়ের রাজমিস্ত্রী কন্টাক্টারের কাজ করি। আমার শ্বশুর বাড়ি এই গ্রামে। কিছুদিন আগে জমি কিনেছিলাম। সেখানে বাড়ি করার জন্য বাসায় নগদ ১ লাখ ২০ হাজার টাকা রেখেছিলাম। আসবাবপত্রসহ আগুনে টাকা গুলোও পুড়ে যায়। এখন কি করব জানিনা!

পারভীন কলোনিতে ৩মাস যাবৎ বসবাস করা বাঁশখালীর সিফাত বলেন। ছেলেকে বিদেশ পাঠাতে ঘরে ১ লাখ টাকা কিস্তি নিয়ে এনে রেখেছিলাম গত সপ্তাহে। এখন সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সব স্বপ্ন শেষ।

করিম নামের ওই কলোনির ভাড়াটিয়া বলেন, আমি বিদেশ যাওয়ার জন্য মেডিকেল পরীক্ষা দিয়ে কাগজপত্র রেখেছিলাম। সব পুড়ে ছাই হয়ে গেছে। এদের মত ১৭ টি পরিবারের আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান বলেন, পারভীন কলোনির একটি বাসার রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মূহূর্তে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুরো কলোনি পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান জানার চেষ্টা করতেছি।

Please Share This Post in Your Social Media

কর্ণফুলীতে গ্যাসের চুলা থেকে আগুন, মুহূর্তেই পুড়ল কলোনি

চট্টগ্রাম ব্যুরো
Update Time : ১২:২১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলীতে ভয়াবহ আগুনে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বড়উঠান (৮ নম্বর ওয়ার্ড) মিয়ার হাট খিলপাড়া এলাকার পারভিন কলোনিতে এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকাল আনুমানিক ৪টার দিকে পারভীন কলোনির একটি ভাড়া ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে আগুন।

পরে খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এর আগেই ওই কলোনিতে থাকা ১৭ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ওই কলোনিতে ১ বছর বসবাস করা লক্ষীপুরের সালে আহমেদ বলেন, আমি বিল্ডিংয়ের রাজমিস্ত্রী কন্টাক্টারের কাজ করি। আমার শ্বশুর বাড়ি এই গ্রামে। কিছুদিন আগে জমি কিনেছিলাম। সেখানে বাড়ি করার জন্য বাসায় নগদ ১ লাখ ২০ হাজার টাকা রেখেছিলাম। আসবাবপত্রসহ আগুনে টাকা গুলোও পুড়ে যায়। এখন কি করব জানিনা!

পারভীন কলোনিতে ৩মাস যাবৎ বসবাস করা বাঁশখালীর সিফাত বলেন। ছেলেকে বিদেশ পাঠাতে ঘরে ১ লাখ টাকা কিস্তি নিয়ে এনে রেখেছিলাম গত সপ্তাহে। এখন সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সব স্বপ্ন শেষ।

করিম নামের ওই কলোনির ভাড়াটিয়া বলেন, আমি বিদেশ যাওয়ার জন্য মেডিকেল পরীক্ষা দিয়ে কাগজপত্র রেখেছিলাম। সব পুড়ে ছাই হয়ে গেছে। এদের মত ১৭ টি পরিবারের আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান বলেন, পারভীন কলোনির একটি বাসার রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মূহূর্তে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুরো কলোনি পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান জানার চেষ্টা করতেছি।