ব্রেকিং নিউজঃ
ভরি ২০৭৯৫৭ টাকা
১ হাজার টাকা কমেছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৩:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১৮২ Time View
দেশের বাজারে ভরিতে স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৩৮ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) তথ্য অনুযায়ী, গতকাল রোববার থেকে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা, যা আগে ছিল ২ লাখ ৮ হাজার ৯৯৫ টাকা।
এর আগে, গত ১৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তখন প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয় ২ লাখ ১৭ হাজার ৩৮১ টাকা। এরপর থেকে দাম কমতে শুরু করে।
স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন, সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, টাকার মান হ্রাস, অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ মূল্যস্ফীতি দায়ী।







































































































































































































