কঠিন রোগে আক্রান্ত মিমি, মুক্তি প্রায় অসম্ভব!
- Update Time : ০৫:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৩৮১ Time View
টালিউডের ব্যস্ততম অভিনেত্রীদের একজন মিমি চক্রবর্তী। বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নয়। বিশেষ করে শাকিব খানের সঙ্গে অভিনীত ‘তুফান’ সিনেমায় তার পারফরম্যান্স দর্শকদের মন জয় করেছে।
পর্দার বাইরে, সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সরব মিমি। নিয়মিত ভাগ করে নেন শরীরচর্চা, ভ্রমণ, খাদ্যাভ্যাস কিংবা প্রিয় পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত।
তবে সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি ভক্তদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি মাইগ্রেনের মতো জটিল সমস্যায় ভুগছেন। পোস্টের এক ছবিতে দেখা যায়, তার চোখের ওপর আইস প্যাক রাখা, সঙ্গে লেখা— ‘মাইগ্রেন, তুমি কঠিনভাবে আঘাত করেছ।’ এই ছবি যেন তার অসহ্য যন্ত্রণারই প্রতিচ্ছবি।
এর আগেও মিমি জানিয়েছিলেন, মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। গত বছর এক পোস্টে তিনি লেখেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, বরং প্রায় অসম্ভব।’
তবুও মাইগ্রেনের মতো কঠিন অসুখকে সঙ্গে নিয়েই মিমি কাজ করে চলেছেন। শারীরিক অসুস্থতা তাকে থামাতে পারেনি। নিয়মিত শুটিং করছেন, নতুন নতুন কাজেও যুক্ত হচ্ছেন। মিমির এই মানসিক দৃঢ়তা ও পেশাদারিত্ব অনুকরণীয়।








































































































































































































