ব্রেকিং নিউজঃ
কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: নিহত ১

নওরোজ ডেস্ক
- Update Time : ০২:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৯ Time View
কক্সবাজার বিমানবাহিনী ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিমানবাহিনী ঘাঁটিসংলগ্ন সমিতিপাড়ার বেশ কয়েকজন দুর্বৃত্ত এই হামলা চালায়। এ সময় একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের বিমানবাহিনী ঘাঁটিসংলগ্ন ১ নম্বর ওয়ার্ড সমিতিপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিত হয়ে চলমান সংর্ঘর্ষ সামাল দেয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
নওরোজ/এসএইচ