শাহজাহান চৌধুরীর মনোনয়নে উখিয়া–টেকনাফে আনন্দ মিছিল
- Update Time : ০৯:৪৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৪৪৩ Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের অভিজ্ঞ রাজনীতিক, চারবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ, কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের ঘোষণা দেন। ঘোষণার পর মুহূর্তেই উখিয়া–টেকনাফজুড়ে সৃষ্টি হয় আনন্দ-উল্লাসের জোয়ার। স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে দেখা দেয় উৎসবমুখর পরিবেশ।
আনন্দ মিছিল ও শুকরিয়া সভা
মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উখিয়া সদর স্টেশনে বিএনপি কার্যালয় থেকে বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উখিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। শহরজুড়ে “ধানের শীষের জয় হোক” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
একইসঙ্গে মরিচ্যা, কোর্টবাজার, জালিয়াপালং, কুতুপালং, বালুখালী, পালংখালী ও টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি’র স্থানীয় ইউনিটগুলো আতশবাজি, মিষ্টি বিতরণ ও শুকরিয়া সভার আয়োজন করে। সর্বত্রই দেখা যায় উৎসবের আমেজ ও এক অভূতপূর্ব গণজোয়ার।
ত্যাগ ও অভিজ্ঞতার স্বীকৃতি
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ, মাঠ পর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং জনগণের কাছে গভীর গ্রহণযোগ্যতার কারণে শাহজাহান চৌধুরীকেই কক্সবাজার-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিএনপি হাইকমান্ড।
এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন—
> “এই মনোনয়ন শুধু আমার নয়, এটি উখিয়া–টেকনাফবাসীর বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন। আমি দলের সকল স্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞ। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশ নেব, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত করব।”
তিনি আরও আহ্বান জানান—
> “সকলকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে মাঠে থাকতে হবে। মসজিদে গিয়ে শুকরিয়া আদায় করুন, আল্লাহর কাছে দোয়া চান যেন এই আন্দোলন সফল হয়।”
জেলা নেতাদের প্রতিক্রিয়া
কক্সবাজার জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ বলেন,
> “এই ঘোষণার মধ্য দিয়ে উখিয়া–টেকনাফে বিএনপি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা উজ্জীবিত। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শাহজাহান চৌধুরীর মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে কক্সবাজার-৪ আসনের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের জনপ্রিয় এই নেতাকে ঘিরে বিএনপি’র কর্মীরা নতুন উদ্যমে মাঠে নেমেছে, আর সাধারণ জনগণের মধ্যেও ধানের শীষের পক্ষে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।
তারা মনে করেন, যদি মাঠ পর্যায়ের নেতৃত্ব সুসংগঠিত রাখা যায় এবং জনঐক্য বজায় থাকে, তবে কক্সবাজার-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।
শেষ কথা
উখিয়া–টেকনাফজুড়ে এখন একটাই আলোচনা— “ধানের শীষ ফিরবে সংসদে।”
রাজপথে, হাটবাজারে, চায়ের দোকানে, এমনকি গ্রামগঞ্জেও এখন আলোচনা কেবলই শাহজাহান চৌধুরীকে ঘিরে। তার মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে, যা আসন্ন নির্বাচনে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন তৃণমূল নেতাকর্মীরা
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































