ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ওরিয়ন গ্রুপের প্রতি সাংবাদিক সমাজের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১ Time View

দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের ঘটনায় সাংবাদিক সমাজ ওরিয়ন গ্রুপের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন।

এতে স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন তারা।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সাংবাদিকরা ব্যবসায়ী আওয়ামী লিগারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন।

আজকের মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা একযোগে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মামলা শুধু দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ওপর নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তারা ওরিয়ন গ্রুপকে ‘ফ্যাসিস্ট পৃষ্ঠপোষক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি ক্ষমতার অপব্যবহার ও সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা।

“ওরিয়ন গ্রুপের দায়েরকৃত এই মামলা সত্য উদঘাটনে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আক্রমণ। এই মামলা সাংবাদিক সমাজকে ভয় দেখানোর একটি উদাহরণ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সাংবাদিক, সংবাদমাধ্যম কর্মী ও সাধারণ মানুষ, যারা একযোগে ওরিয়ন গ্রুপের এ ধরনের মানহানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

সাংবাদিকরা ওরিয়ন গ্রুপকে হুশিয়ারি দিয়ে বলেন, মামলা প্রত্যাহার না করলে ও গণমাধ্যমের স্বাধীনতায় সম্মান না দেখালে সাংবাদিক সমাজ তাদের আন্দোলন অব্যাহত রাখবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফ্যাসিস্টের দোসর ওরিয়ন গ্রুপ বিভিন্ন খাতে নিজেদের আধিপত্যের জন্য সমালোচিত, এ নিয়ে সংবাদ প্রকাশ করলে দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা করে। মামলায় অভিযোগ করা হয়েছে যে, উক্ত টেলিভিশন চ্যানেলগুলো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা ও ক্ষতিকর তথ্য প্রচার করেছে। মামলা থেকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে সাংবাদিকরা এই আইনি পদক্ষেপকে সাংবাদিকতা স্তব্ধ করার কৌশল হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

ওরিয়ন গ্রুপের প্রতি সাংবাদিক সমাজের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১১:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের ঘটনায় সাংবাদিক সমাজ ওরিয়ন গ্রুপের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন।

এতে স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন তারা।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সাংবাদিকরা ব্যবসায়ী আওয়ামী লিগারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন।

আজকের মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা একযোগে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মামলা শুধু দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ওপর নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তারা ওরিয়ন গ্রুপকে ‘ফ্যাসিস্ট পৃষ্ঠপোষক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি ক্ষমতার অপব্যবহার ও সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা।

“ওরিয়ন গ্রুপের দায়েরকৃত এই মামলা সত্য উদঘাটনে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আক্রমণ। এই মামলা সাংবাদিক সমাজকে ভয় দেখানোর একটি উদাহরণ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সাংবাদিক, সংবাদমাধ্যম কর্মী ও সাধারণ মানুষ, যারা একযোগে ওরিয়ন গ্রুপের এ ধরনের মানহানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

সাংবাদিকরা ওরিয়ন গ্রুপকে হুশিয়ারি দিয়ে বলেন, মামলা প্রত্যাহার না করলে ও গণমাধ্যমের স্বাধীনতায় সম্মান না দেখালে সাংবাদিক সমাজ তাদের আন্দোলন অব্যাহত রাখবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফ্যাসিস্টের দোসর ওরিয়ন গ্রুপ বিভিন্ন খাতে নিজেদের আধিপত্যের জন্য সমালোচিত, এ নিয়ে সংবাদ প্রকাশ করলে দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা করে। মামলায় অভিযোগ করা হয়েছে যে, উক্ত টেলিভিশন চ্যানেলগুলো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা ও ক্ষতিকর তথ্য প্রচার করেছে। মামলা থেকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে সাংবাদিকরা এই আইনি পদক্ষেপকে সাংবাদিকতা স্তব্ধ করার কৌশল হিসেবে দেখছেন।