এসএসসি’র প্রশ্ন ফাঁসের নাটক, গ্রেপ্তার ৪

- Update Time : ১০:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ৪৫১ Time View
বগুড়ায় মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়কারী চক্রের মূল হোতাসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার তার কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ধুনট উপজেলার জোড়খালি এলাকার মো. সালমান (২০), মো. রাইসুল ইসলাম (২০), মো. আহসান হাবীব (২০), আ. মমিন (২০)। তারা সকলেই শিক্ষার্থী। এ সময় তাদের কাছে থেকে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার সুদীপ কুমার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়কারী চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ফেসবুকে ‘জেএসসি/এসএসসি অল কোশ্চেন আউট’ নামে পেজ খুলে পূর্বের এসএসসি পরীক্ষার প্রশ্নের ছবির ওপরের কাটা অংশ পোস্ট করে।
তিনি জানান, এ ছাড়া যারা প্রশ্নপত্র ও উত্তরপত্র নিতে ইচ্ছুক তাদের উল্লেখিত পেজে ম্যাসেজ করে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপ-এ যুক্ত করে কথাবার্তা বলে তাদেরকে দুইটি ভিন্ন বিকাশ নম্বর প্রেরণ করে টাকা পাঠাতে বলে। মূলত তারা জালিয়াতি করে পূর্বের বিভিন্ন সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে তা এডিট করে বর্তমান সময়ের পরীক্ষার প্রশ্ন বলে থাকে। এভাবে প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে আসছিল।