দুই ম্যাচেই ভারতের কাছে হার
এশিয়াডে আত্মঘাতী গোলের পর এবার পেনাল্টিতে সর্বনাশ

- Update Time : ০৮:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৩ Time View
নেপালের কাঠমান্ডু আর চীনের হাংজুতে ভিন্ন ভিন্ন ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ভারত।
দুই ম্যাচেই জয়ের আনন্দ ভারতীয় শিবিরে। বাংলাদেশ ফুটবলে এক দিনে দুই ম্যাচ হারলো ভারতের কাছে।
বিকেল পৌনে ২ টায় নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে।
খেলা শুরুর ৩৪ সেকেন্ডে মধ্যে গোল করে ভারত মাঠ ছেড়েছে ৩-০ ব্যবধানের জয় নিয়ে।
বাংলাদেশের যুবারা দ্বিতীয় গোল খেয়েছে বিরতির বাঁশির আগে এবং তৃতীয় গোল হজম করেছে শেষ বাঁশি বাজার আগে।
ভারতের কাছে হার দিয়ে শুরু করায় বাংলাদেশের সামনে এখন দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প নেই।
হাংজুতে এশিয়ান গেমস ফুটবলেও শেষ দিকে সর্বনাশ হয়েছে বাংলাদেশের। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল প্রাধান্য নিয়েই খেলেছিল। তবে ৮৫ মিনিটে ভারতকে পেনাল্টি উপহার দেন রেফারি।
সুনিল ছেত্রি পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। বাকি সময় লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এই হার এশিয়ান গেমস ফুটবলের গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেলো। লাল-সবুজ জার্সিধারীরা শেষ ম্যাচ খেলবে চীনের বিপক্ষে।
চীন প্রথম ম্যাচে ভারতকে ৫-১ গোলে হারিয়েছে। বাংলাদেশ প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে হেরেছে মিয়ানমারের কাছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়