ব্রিফিংয়ে ডা. জাহিদ
এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত
- Update Time : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২৬ Time View
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে বিদেশে নিতে দেরি হচ্ছে। তাঁর শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গত ৬ বছর ধরে মেডিকেল বোর্ড প্রতিকূল পরিবেশেও খালেদা জিয়ার চিকিৎসা দিয়ে আসছে এবং এখনও পেশাগত দক্ষতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সমন্বয়ের কাজে জুবাইদা রহমান সকাল-বিকেল বোর্ডের বৈঠকে অংশ নিচ্ছেন। পরিবারের সদস্য শর্মিলা রহমান, শামীম ইস্কান্দারসহ অন্যরাও নিয়মিতভাবে অবহিত হচ্ছেন। খালেদা জিয়ার প্রতি সম্মান-ভালোবাসা থাকলে গুজব ও বিভ্রান্তিকর তথ্য না ছড়ানো আহ্বান জানান তিনি।
ডা. জাহিদ বলেন, এর আগেও আরও প্রতিকূল অবস্থা থেকে তিনি সেরে উঠেছেন। সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিদেশে নেওয়ার জন্য শারীরিকভাবে প্রস্তুত হওয়ার অপেক্ষা করা হচ্ছে। তাই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো উচিত নয়।
এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে জুবাইদা রহমান
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান তাঁর পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শনিবার দুপুরের পর শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান তিনি। এর আগে, লন্ডন থেকে শুক্রবার ঢাকায় পৌঁছেন জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে কয়েক ঘণ্টা থেকে দুপুরে ধানমন্ডিতে বাবার বাড়িতে যান। পরে রাতে আবার হাসপাতালে যান। এ সময় তার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






















































































































































































