ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এবারের দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্নে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৬:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • / ১৩ Time View

এবারের দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্নে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন আরও উন্নত হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা’ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পূজার নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, পূজা নির্বিঘ্ন করতে যা যা পদক্ষেপ নেওয়ার, সবই নেব। আশা করব, এবারের পূজা আগের বারের চেয়ে অনেক ভালো হবে। এ জন্য সবার সাহায্য ও সহযোগিতা দরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যেটা হয়েছে, সেটা সন্তোষজনক। যত দিন যাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের অবস্থা আগের চেয়ে অনেক ভালো, পরিস্থিতি আরও স্বাভাবিক করতে কাজ চলছে। মাদকের গডফাদারদের ধরা হবে, তারা যেন সহজে জামিন না পায় ও যথাযথ শাস্তি হয় তা নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, ১৮৭ জনের মতো পুলিশ কাজে যোগ দেয়নি। তাদের আইনের আওতায় আনা হবে। তাদের ক্রিমিনাল হিসেবে দেখা হবে। পুলিশের সংস্কার কার্যক্রম সংশ্লিষ্ট কমিটি করবে ও সুপারিশ করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এছাড়া বিভিন্ন মাজার ও দরগায় কীভাবে নিরাপত্তা দেওয়া যায়, তা নিয়ে বৈঠকে আমরা আলোচনা করেছি। বিশেষ করে গার্মেন্টস খাত নিয়ে আমরা কথা বলেছি।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

এবারের দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্নে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নওরোজ ডেস্ক
Update Time : ০৬:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

এবারের দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্নে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন আরও উন্নত হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা’ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পূজার নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, পূজা নির্বিঘ্ন করতে যা যা পদক্ষেপ নেওয়ার, সবই নেব। আশা করব, এবারের পূজা আগের বারের চেয়ে অনেক ভালো হবে। এ জন্য সবার সাহায্য ও সহযোগিতা দরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যেটা হয়েছে, সেটা সন্তোষজনক। যত দিন যাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের অবস্থা আগের চেয়ে অনেক ভালো, পরিস্থিতি আরও স্বাভাবিক করতে কাজ চলছে। মাদকের গডফাদারদের ধরা হবে, তারা যেন সহজে জামিন না পায় ও যথাযথ শাস্তি হয় তা নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, ১৮৭ জনের মতো পুলিশ কাজে যোগ দেয়নি। তাদের আইনের আওতায় আনা হবে। তাদের ক্রিমিনাল হিসেবে দেখা হবে। পুলিশের সংস্কার কার্যক্রম সংশ্লিষ্ট কমিটি করবে ও সুপারিশ করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এছাড়া বিভিন্ন মাজার ও দরগায় কীভাবে নিরাপত্তা দেওয়া যায়, তা নিয়ে বৈঠকে আমরা আলোচনা করেছি। বিশেষ করে গার্মেন্টস খাত নিয়ে আমরা কথা বলেছি।

নওরোজ/এসএইচ