এবার শেহজাদ ও বুবলীকে নিয়ে আমেরিকা যাবেন শাকিব!

- Update Time : ০৭:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ২৮০ Time View
এবার শেহজাদকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব। শুধু তাই নয়, তাঁকে নিয়ে ঘুরে বেড়াবেন। বিষয়টি শাকিব খান নিজেই জানালেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড তারকা শাকিব খান।
সকাল ৮টা ৪৫ মিনিটে দেশের মাটিতে অবতরণ করার কথা থাকলেও বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা।
এক মাসেরও বেশি সময় পর তিনি দেশে ফিরলেন। ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শেহজাদের বিষয়টি উল্লেখ করেন। আর যেহেতু শেহজাদ যাবে, স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে বুবলী যাবেন এই সফরে।
শাকিব খান বলেন, ‘এবার আমেরিকায় গিয়েছিল জয়। জয়কে নিয়ে ঘুরে বেড়িয়েছি। তাঁকে একটা ভালো স্মৃতি দেওয়ার দরকার ছিল। জয়কে একটা ভালো স্মৃতি দিয়েছি।
এরপর শেহজাদকে নিয়ে যাব। শেহজাদকে নিয়ে ঘুরে বেড়াব। তাঁকে একটা ভালো স্মৃতি দিতে হবে। শিশুদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’
সম্প্রতি শাকিব অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিটি নিয়ে ঢালিউড সুপারস্টার বলেন, সন্তানের প্রতি আমার দরদ সব সময় থাকবে। বাবা হিসেবে আমি চাই আমার সন্তানদের সুন্দর কিছু স্মৃতি দিতে। আব্রাহাম গেছে তাকেও কিছু স্মৃতি দেয়ার চেষ্টা করেছি। সামনে শেহজাদ যাবে তাকেও সুন্দর কিছু স্মৃতি দেবো ইনশাআল্লাহ।
এসময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি আগে থেকেই বলতাম যে, একটা সময় আসবে আখন আমাদের সিনেমা বিশ্বের মাল্টিপ্লেক্সগুলোতে হলিউড বলিউড সিনেমার সঙ্গে আমাদের পোস্টারটাও থাকবে। আমাদের সিনেমা খুব দাপিয়ে বেড়াবে। প্রিয়তমা’র সেই বিষয়টিই হয়েছে।’
মিশন ইম্পসিবল, বার্বিসহ হলিউড বলিউডের বিখ্যাতসব সিনেমার পাশে ‘প্রিয়তমা’ মুক্তি পায় মার্কিন মুলুকে। এ নিয়ে শাকিব বলেন, ‘প্রিয়তমা’ এমন একটি সিনেমা হয়েছে যেটা শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে এর জোয়ার চলছে। মানুষ যে প্রিয়তমাকে এত ভালবেসেছে এত ভালোবাসা দিচ্ছে, এটা বাংলা সিনেমার জন্য নতুন একটি পথ উন্মোচন হলো। আমরা কিন্তু নতুন একটি দুয়ারে পা দিলাম, নতুন একটি অবস্থানের দিকে যাচ্ছি। প্রিয়তমা দিয়েই সেটা শুরু হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা এক সপ্তাহে একশত কোটির ক্লাবে গিয়েছে। এখন এক দিনে একশত কোটির ক্লাবে যাচ্ছে। আর প্রিয়তমা এমন একটা ভালো সিনেমা হয়েছে যে অল ওভার পৃথিবীতে এত ভালো ব্যবসা করেছে, এত ভালো ব্যবসা এখনো করছে। এটা বিশ্বব্যাপী যাত্রা শুরু হল বাংলা সিনেমার। ইনশাল্লাহ এই যাত্রা আরও অনেক দূরে যাবে।’
নতুন কাজের খবর প্রসঙ্গে ঢালিউড কিং আরও বলেন, ‘আমি আগেও বলেছি অনেক ভালো ভালো কাজের কথা বলতে চাই, অনেক ভাল কাজ করতে চাই। অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও ভালো কাজ করার চেষ্টা করছি। লিডার সুপারহিট হয়েছে। প্রিয়তমা পুরো পৃথিবীতে ব্লকবাস্টার সিনেমা হয়েছে। সামনে হিমেল আশরাফের আরও দুইটা সিনেমা আছে, অনন্য মামুনের ‘দরদ’ আছে।
শাকিবকে বরণ করতে বিমানবন্দরে যান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। শাকিবকে দেখেই জড়িয়ে ধরেন আদনান। পরে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন ব্রাদারহুড। শাকিবের প্রিয়তমা সিনেমাটির প্রযোজক তিনি।
শাকিব খান দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দেশের মানুষের ভালোবাসার কাছে আমার মাথা অবনত হয়ে আসে। আমি সাংবাদিক, ভক্তসহ এ দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এর আগে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর সিনেমাটির মুক্তি উপলক্ষেই দেশটিতে উড়াল দেন।
উল্লেখ্য, দেশে দর্শকপ্রিয়তার পর গত ৭ জুলাই আমেরিকায় মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সেখানেও হলিউডের সিনেমার সাথে পাল্লা দিয়ে দর্শক টেনেছে সিনেমাটি। সেখানে দর্শকদের সঙ্গে হলে বসে প্রিয়তমা উপভোগ করেন। একই সঙ্গে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখে নিজেও আবেগাপ্লুত হোন।
সে সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “উত্তর আমেরিকার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘প্রিয়তমা’, এমনটিই বলছে স্বপ্ন স্কয়ারক্রো। খবরটি জানাতে পেরে খুবই আনন্দিত। যুক্তরাষ্ট্র ও কানাডার পরিবেশকরা জানিয়েছেন, সিনেমাটি আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশি সিনেমা।”