এবার পুলিশ চরিত্রে জয়া

- Update Time : ০৬:০২:০১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ৩০৯ Time View
সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’ সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান। অভিনয় ক্যারিয়ারে অনেক চরিত্রেই অভিনয় করেছেন তিনি।
তবে এবার জয়া হাজির হবেন পুলিশের চরিত্রে। জানা গেছে, ‘দশম অবতার’ সিনেমায় জয়াকে পুলিশের পোশাকে দেখা যাবে। এ সিনেমার মাধ্যমে সৃজিতের সঙ্গে পাঁচ বছর পর আবারও কাজ করেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। ইতোমধ্যেই সিনেমাটির টিজারও প্রকাশ হয়েছে।
সেখানে টিজারে কালো পোশাকের ওপর মেরুন বেøজার পরা অবস্থায় দেখা যায় বাংলাদেশের অভিনেত্রীকে। সোফায় বসে কারও দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। বুধবার জয়া আহসানসহ ‘দশম অবতার’ সিনেমার চার চরিত্রের ‘লুক’ প্রকাশ করা হয়েছে। জানা গেছে, এবার জয়াকে পুলিশ রূপেই হাজির করছেন সৃজিত।
সিনেমাটির কাজও প্রায় শেষের পথে। চলতি বছরের দুর্গাপূজায় এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। জয়া আহসান ছাড়াও ‘২২শে শ্রাবণ’র প্রবীর রায়চৌধুরী চরিত্রের অভিনেতা প্রসেনজিৎ, ‘ভিঞ্চি দা’ সিনেমার বিজয় পোদ্দার চরিত্রের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন ‘দশম অবতার’ সিনেমায়। সঙ্গে যীশু সেনগুপ্তও রয়েছেন।
সিনেমার সংগীতের দায়িত্ব নিয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।