ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

শিক্ষা ডেস্ক
  • Update Time : ১০:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৫৬ Time View

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী দুদিনের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার প্রেক্ষিতে শোক জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরার দুর্ঘটনায় শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার (২৩ জুলাই) ও বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী দুদিনের সব পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমসহ সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো। স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

অন্যান্য দিনের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গতকাল সোমবার উত্তরার দিয়া বাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল প্রাঙ্গণে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের প্রাইমারি শাখার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা দগ্ধ হন এবং অনেক হতাহতের ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। একইসঙ্গে স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষাও।

Please Share This Post in Your Social Media

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

শিক্ষা ডেস্ক
Update Time : ১০:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী দুদিনের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার প্রেক্ষিতে শোক জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরার দুর্ঘটনায় শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার (২৩ জুলাই) ও বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী দুদিনের সব পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমসহ সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো। স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

অন্যান্য দিনের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গতকাল সোমবার উত্তরার দিয়া বাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল প্রাঙ্গণে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের প্রাইমারি শাখার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা দগ্ধ হন এবং অনেক হতাহতের ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। একইসঙ্গে স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষাও।