ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পিএসসির নতুন তিন সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি সিংহ একাই শিকার করে : মোদিকে থালাপতি বিজয়ের হুঁশিয়ারি! কুবির ফিটনেসবিহীন বিআরটিসি বাসের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৪ রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: হাসনাত আবদুল্লাহ আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই : রুমিন ফারহানা কিশোরগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে ছাত্রলীগ নেতার ভুয়া নিয়োগ মোহাম্মদপুর থানার বিতর্কিত ওসি আলী ইফতেখারসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘেটু জাহিদুরের প্রমোশন

এবার ঈদে রবি-বুধুর সাথে মোটরসাইকেল ফ্রি

কামরুল হাসান টিটু,রংপুর ব্যুরো
  • Update Time : ০২:০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / ৩২৪ Time View

তা‌দের জন্ম রবি ও বুধবারে। তাই গরুর প্রতি ভালোবাসা থেকে মালিক ডাকেন ‘রবি’ ও ‘বুধু’ নামে। আসন্ন কোরবানি ঈদ ঘিরে হাট কাঁপাতে প্রস্তুত এ দুই গরু। বিশাল আকৃতির রবি ও বুধুর ক্রেতার জন্য লোভনীয় উপহার ঘোষণা করেছেন তাদের মালিক। একসঙ্গে রবি-বুধুকে কিনলে দেওয়া হবে পালসার ব্রান্ডের একটি আকর্ষণীয় মোটরসাইকেল।

রংপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জের তালুক তামপাট এলাকার খামারি রফিকুল ইসলাম সরকার। তার খামারে পরম যন্তে বেড়ে উঠেছেন ফ্রিজিয়ান জাতের রবি ও বুধু। মোটাতাজাকরণে দেননি কখনো ইনজেকশন; খাবার হিসেবে দিয়েছেন পরিমিত পরিমাণে সুষম খাবার। এখন রবির বয়স তিন আর বুধুর চার বছর।

সরেজমিনে দেখা যায়, পরম যত্ন নিয়ে রবি ও বুধুর পরিচর্যা করছেন রফিকুল। গরুর খাদ্যের দিকে খেয়াল রাখার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সজাগ তিনি। এমনকি এই তীব্র গরমে গরুর যাতে কষ্ট না হয়, সেজন্য রয়েছে দুটি ফ্যান। আলো সরবরাহ ঠিক রাখতে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা। এই গরু দুটির পেছনে প্রতিদিন দুই হাজার টাকার মতো খরচ হয়। যারা পরিচর্যা করছে তাদের কণ্ঠ এই গরু দুটির খুব চেনা। কেউ রবি ও বুধু বলে ডাক দিলেই গরু দুটি সাড়া দেয়। যত্নআত্তির কমতি না থাকায় রবি ও বুধু এখন রফিকুলের পরিবারের আপনজনে পরিণত হয়েছে।

ঈদ-উল-আজহা ঘিরে বিক্রির জন্য প্রস্তুত করা রবির বর্তমান ওজন ২৫ মণ, আর একবছরের বড় বুধুর ওজন আরো একমণ বেশি। তাদের মালিক এই গরু দুটির দাম হেঁকেছেন ১৫ লাখ করে। ৩০ লাখে তাদের কিনলে সঙ্গে একটি মোটরসাইকেল ফ্রি দেয়ার অফার দিয়েছেন খামারি রফিকুল ইসলাম সরকার।

এদিকে গরু দুটিকে একনজর দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন খামারে আসছেন। তাদের মতে, আসন্ন কোরবানি ঈদে শহরের ভিতরে এ দুটিই এখন পর্যন্ত আলোচনায় থাকা সবচেয়ে বড় গরু।

বিশালকায় এই গরু দুটিকে দেখতে নগরীর পার্কের মোড় থেকে এসেছেন শিক্ষার্থী রাজু আহমেদ ও খাদিমুজ্জামান। তারা বলেন, রংপুরে এত বিশালাকৃতির গরু আছে যখন জানতে পারলাম তখন অপেক্ষা না করে দেখতে চলে এসেছি। দেখে খুব ভালো লাগলো যে কিনতে না পারলেও এত বড় গরু দেখতে তো পারলাম। তাদের মতে এই গরু দুটি রংপুরের সবচেয়ে বড় গরু।

প্রতিবেশী হারুন অর রশিদ বলেন, গরু দুটি অনেক যত্ন করে লালন করেছেন ওই খামারি। নিজে কষ্ট করলেও গরু দুটিকে কখনো কষ্ট দেয়নি। গত বছর গরু দুটিকে হাটে তোলা হলেও কাঙ্ক্ষিত দাম পায়নি। এবার আশানুরূপ দাম পেলে পরিশ্রম সার্থক হবে। আগামীতে এমন গরু পালনে উৎসাহ বাড়বে।

রফিকুলের ভাই শফিকুল ইসলাম বলেন, আমার ভাই রবি ও বুধুকে খুব যত্ন সহকারে লালন পালন করেছে। এই গরমে যেন গরুগুলোর কোন সমস্যা না হয়, সেজন্য সবধরণের ব্যবস্থা করে রেখেছে। গরু দুটির যন্ত ও লালন-পালনে ভাইয়ের চেষ্টা কোনো কমতি নেই। আশা করছি এ বছর কাঙ্ক্ষিত মূল্যেই গরু দুটি বিক্রি হবে।

রফিকুলের ছেলে তূর্য ইসলাম বলেন, এই গরু দুটির জন্ম রবি ও বুধবার। আমার দাদী আদর করে গরু দুটির নাম রেখেছেন রবি ও বুধু। গত বছর এই গরু দুটিকে বিক্রির জন্য হাটে তোলা হলেও ভালো দাম পাওয়া যায়নি। এজন্য গত বছর বিক্রি করিনি। এই কোরবানি ঈদে গরু দুটি বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে।

খামারি রফিকুল ইসলাম জানান, বুধুকে চার বছর ও রবিকে তিন বছর ধরে লালন পালন করে আসছি। কখনও তাদের পরিচর্যা ও খাবারের বিষয়ে অবহেলা করিনি। এখন রবির ওজন ২৫ মণ ও বুধুর ওজন হবে প্রায় ২৬ মণ। দাম ১৫ লাখ করে ৩০ লাখ টাকা হাঁকিয়েছি। কেউ একসঙ্গে গরু দুটিকে কিনলে উপহার হিসেবে একটি পালসার মোটরসাইকেল দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাজারে গো-খাদ্য অনেক দাম। এই গরু দুটির পেছনে প্রতিদিন দুই হাজার টাকার মতো খরচ হয়। গতবার গরু দুটির দাম চাওয়া হয়েছিল ২০ লাখ তবে ১৪ লাখ টাকার বেশি কেউ দিতে চায়নি এজন্য আর বিক্রি করিনি। এ বছর ৩০ লাখ টাকা দাম চেয়েছি, তবে দরদাম করে নেয়ার সুযোগ রয়েছে। প্রতিদিনই বিভিন্ন পাইকার দেখে যাচ্ছেন বলে জানান খামারি রফিকুল।

Please Share This Post in Your Social Media

এবার ঈদে রবি-বুধুর সাথে মোটরসাইকেল ফ্রি

কামরুল হাসান টিটু,রংপুর ব্যুরো
Update Time : ০২:০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩

তা‌দের জন্ম রবি ও বুধবারে। তাই গরুর প্রতি ভালোবাসা থেকে মালিক ডাকেন ‘রবি’ ও ‘বুধু’ নামে। আসন্ন কোরবানি ঈদ ঘিরে হাট কাঁপাতে প্রস্তুত এ দুই গরু। বিশাল আকৃতির রবি ও বুধুর ক্রেতার জন্য লোভনীয় উপহার ঘোষণা করেছেন তাদের মালিক। একসঙ্গে রবি-বুধুকে কিনলে দেওয়া হবে পালসার ব্রান্ডের একটি আকর্ষণীয় মোটরসাইকেল।

রংপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জের তালুক তামপাট এলাকার খামারি রফিকুল ইসলাম সরকার। তার খামারে পরম যন্তে বেড়ে উঠেছেন ফ্রিজিয়ান জাতের রবি ও বুধু। মোটাতাজাকরণে দেননি কখনো ইনজেকশন; খাবার হিসেবে দিয়েছেন পরিমিত পরিমাণে সুষম খাবার। এখন রবির বয়স তিন আর বুধুর চার বছর।

সরেজমিনে দেখা যায়, পরম যত্ন নিয়ে রবি ও বুধুর পরিচর্যা করছেন রফিকুল। গরুর খাদ্যের দিকে খেয়াল রাখার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সজাগ তিনি। এমনকি এই তীব্র গরমে গরুর যাতে কষ্ট না হয়, সেজন্য রয়েছে দুটি ফ্যান। আলো সরবরাহ ঠিক রাখতে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা। এই গরু দুটির পেছনে প্রতিদিন দুই হাজার টাকার মতো খরচ হয়। যারা পরিচর্যা করছে তাদের কণ্ঠ এই গরু দুটির খুব চেনা। কেউ রবি ও বুধু বলে ডাক দিলেই গরু দুটি সাড়া দেয়। যত্নআত্তির কমতি না থাকায় রবি ও বুধু এখন রফিকুলের পরিবারের আপনজনে পরিণত হয়েছে।

ঈদ-উল-আজহা ঘিরে বিক্রির জন্য প্রস্তুত করা রবির বর্তমান ওজন ২৫ মণ, আর একবছরের বড় বুধুর ওজন আরো একমণ বেশি। তাদের মালিক এই গরু দুটির দাম হেঁকেছেন ১৫ লাখ করে। ৩০ লাখে তাদের কিনলে সঙ্গে একটি মোটরসাইকেল ফ্রি দেয়ার অফার দিয়েছেন খামারি রফিকুল ইসলাম সরকার।

এদিকে গরু দুটিকে একনজর দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন খামারে আসছেন। তাদের মতে, আসন্ন কোরবানি ঈদে শহরের ভিতরে এ দুটিই এখন পর্যন্ত আলোচনায় থাকা সবচেয়ে বড় গরু।

বিশালকায় এই গরু দুটিকে দেখতে নগরীর পার্কের মোড় থেকে এসেছেন শিক্ষার্থী রাজু আহমেদ ও খাদিমুজ্জামান। তারা বলেন, রংপুরে এত বিশালাকৃতির গরু আছে যখন জানতে পারলাম তখন অপেক্ষা না করে দেখতে চলে এসেছি। দেখে খুব ভালো লাগলো যে কিনতে না পারলেও এত বড় গরু দেখতে তো পারলাম। তাদের মতে এই গরু দুটি রংপুরের সবচেয়ে বড় গরু।

প্রতিবেশী হারুন অর রশিদ বলেন, গরু দুটি অনেক যত্ন করে লালন করেছেন ওই খামারি। নিজে কষ্ট করলেও গরু দুটিকে কখনো কষ্ট দেয়নি। গত বছর গরু দুটিকে হাটে তোলা হলেও কাঙ্ক্ষিত দাম পায়নি। এবার আশানুরূপ দাম পেলে পরিশ্রম সার্থক হবে। আগামীতে এমন গরু পালনে উৎসাহ বাড়বে।

রফিকুলের ভাই শফিকুল ইসলাম বলেন, আমার ভাই রবি ও বুধুকে খুব যত্ন সহকারে লালন পালন করেছে। এই গরমে যেন গরুগুলোর কোন সমস্যা না হয়, সেজন্য সবধরণের ব্যবস্থা করে রেখেছে। গরু দুটির যন্ত ও লালন-পালনে ভাইয়ের চেষ্টা কোনো কমতি নেই। আশা করছি এ বছর কাঙ্ক্ষিত মূল্যেই গরু দুটি বিক্রি হবে।

রফিকুলের ছেলে তূর্য ইসলাম বলেন, এই গরু দুটির জন্ম রবি ও বুধবার। আমার দাদী আদর করে গরু দুটির নাম রেখেছেন রবি ও বুধু। গত বছর এই গরু দুটিকে বিক্রির জন্য হাটে তোলা হলেও ভালো দাম পাওয়া যায়নি। এজন্য গত বছর বিক্রি করিনি। এই কোরবানি ঈদে গরু দুটি বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে।

খামারি রফিকুল ইসলাম জানান, বুধুকে চার বছর ও রবিকে তিন বছর ধরে লালন পালন করে আসছি। কখনও তাদের পরিচর্যা ও খাবারের বিষয়ে অবহেলা করিনি। এখন রবির ওজন ২৫ মণ ও বুধুর ওজন হবে প্রায় ২৬ মণ। দাম ১৫ লাখ করে ৩০ লাখ টাকা হাঁকিয়েছি। কেউ একসঙ্গে গরু দুটিকে কিনলে উপহার হিসেবে একটি পালসার মোটরসাইকেল দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাজারে গো-খাদ্য অনেক দাম। এই গরু দুটির পেছনে প্রতিদিন দুই হাজার টাকার মতো খরচ হয়। গতবার গরু দুটির দাম চাওয়া হয়েছিল ২০ লাখ তবে ১৪ লাখ টাকার বেশি কেউ দিতে চায়নি এজন্য আর বিক্রি করিনি। এ বছর ৩০ লাখ টাকা দাম চেয়েছি, তবে দরদাম করে নেয়ার সুযোগ রয়েছে। প্রতিদিনই বিভিন্ন পাইকার দেখে যাচ্ছেন বলে জানান খামারি রফিকুল।