এনসিপির সমাবেশে হামলা: আ.লীগের দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

- Update Time : ১০:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ১৬ Time View
এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া আওয়ামী লীগের দেড় হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ১২ জনকে গ্রেফতার করা করেছে।
শুক্রবার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫শ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি দায়ের করেন।
গ্রেফতার আসামিরা হলেন- আব্দুল আলিম (১৮), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), রিফাত বিশ্বাস (২৫), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), সজল দাড়িয়া (৩০), আব্দুল হাকিম (৩৫) ও টুটুল হাওলাদার (২৮)।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫শ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
এদিকে বুধবার এনসিপি নেতাদের গোপালগঞ্জ আসা নিয়ে কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ মিছিলের কারণে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।