ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান সাময়িক অব্যাহতি

জেলা প্রতিনিধি ফেনী
  • Update Time : ০১:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ৩৩৪ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভীকে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিজভীর আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ প্রতীয়মান হওয়ায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। এছাড়া, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর জমা দিতে বলা হয়েছে।

রিজভী জানিয়েছেন, সম্প্রতি আলোচনায় থাকা বিষয়গুলো নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত জানিয়েছিলেন এবং এখন নিয়মমাফিক প্রক্রিয়ায় সংগঠনকে সব জানাবেন।

এ ঘটনায় সূত্র অনুযায়ী, সম্প্রতি ফেসবুকে আজিজুর রহমান রিজভী ও ফেনী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাজাহান সাজুকে কারামুক্ত করার বিষয়ে জনৈক মোহাম্মদ মমিনের কথোপকথনের একটি কল রেকর্ড ভাইরাল হয়। রেকর্ডে রিজভীকে শাহাজাহান সাজুকে সাতটি মামলায় ফাঁসানোর কথা বলতে শোনা গেছে। কল রেকর্ড প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান সাময়িক অব্যাহতি

জেলা প্রতিনিধি ফেনী
Update Time : ০১:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভীকে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিজভীর আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ প্রতীয়মান হওয়ায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলের সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। এছাড়া, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর জমা দিতে বলা হয়েছে।

রিজভী জানিয়েছেন, সম্প্রতি আলোচনায় থাকা বিষয়গুলো নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত জানিয়েছিলেন এবং এখন নিয়মমাফিক প্রক্রিয়ায় সংগঠনকে সব জানাবেন।

এ ঘটনায় সূত্র অনুযায়ী, সম্প্রতি ফেসবুকে আজিজুর রহমান রিজভী ও ফেনী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাজাহান সাজুকে কারামুক্ত করার বিষয়ে জনৈক মোহাম্মদ মমিনের কথোপকথনের একটি কল রেকর্ড ভাইরাল হয়। রেকর্ডে রিজভীকে শাহাজাহান সাজুকে সাতটি মামলায় ফাঁসানোর কথা বলতে শোনা গেছে। কল রেকর্ড প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।