ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সরকারের কাছে তিন দাবি জানালেন নাহিদ ইসলাম স্ত্রী আমার সঙ্গেই আছে, মিথ্যা ছড়াবেন না : শামীম হাসান সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ‘ব্লকেড’ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: গণ অধিকার পরিষদ কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হবে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

এনসিটিবির সামনে হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

জাবি প্রতিনিধি
  • Update Time : ০৮:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ৮৯ Time View
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১১ জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মশাল মিছিল করেছে” ইন্ডিজেনাস স্টুডেন্ট এসোসিয়েশন”।
গতকাল  সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বর থেকে মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
এসময় শিক্ষার্থীরা “আমার ভাই আহত কেন, ইউনুস সরকার জবাব চাই”, “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে তাই”, “এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াইয়ে জিততে হবে”, “দিয়েছিতো রক্ত, আরো দেবো রক্ত” ইত্যাদি নানা স্লোগান দেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোমা ডুমরির সঞ্চালনায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসময় দর্শন বিভাগের শিক্ষার্থী সজীব আহমেদ জেনিচ বলেন, ৫ আগস্ট পরবর্তী এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে চাইনা। সুতরাং বলতে চাই যে সন্ত্রাসী সংগঠন, যেটি আদিবাসীদের জন্য হুমকিস্বরূপ, সেই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং  হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে।
ছাত্র ইউনিয়ন জাবি শাখার একাংশের সভাপতি অমর্ত্য রায় বলেন, আজকে আমরা যে নতুন বাংলাদেশের কথা ভাবছি সেই বাংলাদেশে আজকের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। সারা বাংলাদেশের সামাজিক নিরাপত্তা নাই বললেই চলে। আমরা কি ভাবতে পেরেছিলাম যে ছাত্রলীগের হামলার যে ধরণ, সেই হামলার মত করে আজ হামলা হবে?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আজকে স্টুডেন্ট ফর সভারিন্টি সংগঠনের যারা হামলা চালিয়েছে, এভাবে অতীতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ হামলা চালিয়েছে। তাদেরকে আমি সন্ত্রাসী বলতে চাই। ইন্ডিজেনাস শিক্ষার্থীদের ওপর এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাই এই হামলাকারীদের অতি দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
সমাপনী বক্তব্যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ সিলছি মৃ বলেন, সবসময় আমাদের উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়। আমরা কি কখনই আমাদের আদিবাসী স্বীকৃতি পাবো না? আজকে স্টুডেন্ট ফর সভারিন্টি নামধারী উগ্র সংগঠন যেভাবে হামলা চালিয়ে আমাদের ১১ জন আদিবাসী ভাই-বোনদের আহত করেছে, আমরা ইউনুস সরকারের কাছে এই হামলার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

এনসিটিবির সামনে হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

জাবি প্রতিনিধি
Update Time : ০৮:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১১ জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মশাল মিছিল করেছে” ইন্ডিজেনাস স্টুডেন্ট এসোসিয়েশন”।
গতকাল  সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বর থেকে মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
এসময় শিক্ষার্থীরা “আমার ভাই আহত কেন, ইউনুস সরকার জবাব চাই”, “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে তাই”, “এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াইয়ে জিততে হবে”, “দিয়েছিতো রক্ত, আরো দেবো রক্ত” ইত্যাদি নানা স্লোগান দেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোমা ডুমরির সঞ্চালনায় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসময় দর্শন বিভাগের শিক্ষার্থী সজীব আহমেদ জেনিচ বলেন, ৫ আগস্ট পরবর্তী এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে চাইনা। সুতরাং বলতে চাই যে সন্ত্রাসী সংগঠন, যেটি আদিবাসীদের জন্য হুমকিস্বরূপ, সেই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং  হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে।
ছাত্র ইউনিয়ন জাবি শাখার একাংশের সভাপতি অমর্ত্য রায় বলেন, আজকে আমরা যে নতুন বাংলাদেশের কথা ভাবছি সেই বাংলাদেশে আজকের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। সারা বাংলাদেশের সামাজিক নিরাপত্তা নাই বললেই চলে। আমরা কি ভাবতে পেরেছিলাম যে ছাত্রলীগের হামলার যে ধরণ, সেই হামলার মত করে আজ হামলা হবে?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আজকে স্টুডেন্ট ফর সভারিন্টি সংগঠনের যারা হামলা চালিয়েছে, এভাবে অতীতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ হামলা চালিয়েছে। তাদেরকে আমি সন্ত্রাসী বলতে চাই। ইন্ডিজেনাস শিক্ষার্থীদের ওপর এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাই এই হামলাকারীদের অতি দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
সমাপনী বক্তব্যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ সিলছি মৃ বলেন, সবসময় আমাদের উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়। আমরা কি কখনই আমাদের আদিবাসী স্বীকৃতি পাবো না? আজকে স্টুডেন্ট ফর সভারিন্টি নামধারী উগ্র সংগঠন যেভাবে হামলা চালিয়ে আমাদের ১১ জন আদিবাসী ভাই-বোনদের আহত করেছে, আমরা ইউনুস সরকারের কাছে এই হামলার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।